[t4b-ticker]
অভিষেকে বিবর্ণ আর্জেন্টাইন তারকা

অনলাইন ডেস্কঃ

বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০৯২ কোটি টাকায় ম্যানচেস্টার সিটি চেড়ে অ্যাতলেটিকো মাদ্রিদে নাম লেখান হুলিয়ান আলভারেজ। নতুন মৌসুমে, নতুন ক্লাবে শুরুটা ভালো হলো না বিশ্বকাপজয়ী তারকার। লা লিগায় স্প্যানিশ ক্লাবটির জার্সিতে নিজের অভিষেকটা রাঙাতে পারলেন না এ আর্জেন্টাইন।

যদিও ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচের শেষ ১৫ মিনিটের জন্য মাঠে নেমেছিলেন তিনি। এ সময়ে নিষ্প্রভ ছিলেন আলভারেজ। প্রতিপক্ষের মাঠ এস্তাদিও দে লা সেরামিকায় ভিয়ারিয়ালের বিপক্ষে ২-২ গোলে ড্রর সন্তুষ্ট নিয়ে নতুন মৌসুম শুরু করল দিয়েগো সিমিওনের শিষ্যরা। তবে এ ম্যাচে দুবার হারের শঙ্কায় পড়েছিল অ্যাতলেটিকো।

গত মৌসুমে পয়েন্ট টেবিলের ৪ নম্বরে থেকে লিগ শেষ করেছিল অ্যাতলেটিকো। চলতি মৌসুমের আগে দলবদলে বেশ কিছু পরিবর্তন আনেন সিমিওনেল। ছেড়ে দেওয়া হয় আলভারো মোরাতা, স্টেফান সেভিচ, মেম্ফিস ডিপাইয়ের মতো ফুটবলারদের।

দলে ভেড়ানো হয় আলভারেজ, আলেক্সান্ডার সরলথ, রবিন লে নরমাঁ মতো তরুণদের। লিগের প্রথম ম্যাচেই অভিষেক হয়েছে তিন ফুটবলারের। অভিষিক্ত সরলথের গোলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে অ্যাতলেটিকো।রেকর্ড দামে নতুন ক্লাবে আলভারেজ

ম্যাচের ১৮ মিনিটে গোল হজম করতে হয় তাদের। ডাচ তারকা আরনাউ দানিউমার গোলে এগিয়ে যায় ভিয়ারিয়াল। যদিও দুই মিনিট পর স্প্যানিশ মিডফিল্ডার মার্কোস ইয়োরেন্তের গোলে সমতায় ফেরে অ্যাতলেটিকো।

৩৭ মিনিটেককের আত্মঘাতী গোলে আবারও এগিয়ে যায় ভিয়ারিয়াল। অবশ্য এ গোলের জন্য দায় ছিল গোলকিপার ইয়ান ওবলাকের। ভিয়ারিয়ারের অ্যালেক্স বায়েনার ক্রস নিজের নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন ওবলাক।

আর প্রথমার্ধের যোগ করা সময়ে হেডে গোল করে দলকে সমতায় ফেরান সরলথ। দ্বিতীয়ার্ধে গোল পায়নি কোনো দল। ম্যাচে দুবার পিছিয়ে পড়লেও সমতা নিয়ে মাঠ ছাড়তে পেরে খুশি আর্জেন্টাইন কোচ। প্রতিপক্ষের মাঠ থেকে ১ পয়েন্ট পাওয়ায় সন্তুষ্ট তিনি, ‘আমার মনে হয় আমরা ভালো একটা ম্যাচ খেলেছি। কিছু ব্যক্তিগত ক্ষেত্রে উন্নতির জায়গা আছে, তবে দল হিসেবে আমরা প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম।’

 

***আরাফাত