[t4b-ticker]
‘অ্যানিমেল’ সিনেমার কাটা দৃশ্য ভাইরাল

 

 

আগামী বছরের শুরুতে নেটফ্লিক্সে আসবে ‘অ্যানিমেল’ সিনেমা। সেখানে দেখানো হবে ছবিটির আনকাট ভার্সন।

চলতি বছরের ডিসেম্বরের প্রথম দিন ‘অ্যানিমাল’ সিনেমা মুক্তি পায়। এরই মধ্যে ফাঁস হয় ছবি থেকে বাদ পড়া দৃশ্যের ছোট একটি অংশ। ২৬ সেকেন্ডের ওই ভিডিও অংশটি সম্প্রতি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা নিয়ে নেটদুনিয়ায় শুরু হয়েছে তোলপাড়। খবর সংবাদ প্রতিদিন।

ভিডিওতে দেখা যায়, একটি বিমানে মদ্যপ অবস্থায় আছেন রণবীর। গ্লাসে পানীয় ঢালতে ঢালতে ককপিটের দিকে এগিয়ে যান তিনি। এরপর পাইলটকে সরিয়ে নিজেই বসেন চালকের আসনে। মুখে সিগারেট নিয়েই প্লেন ওড়াতে থাকেন তিনি।

জানা গেছে, প্রায় চার ঘণ্টার ‘অ্যানিমাল’ সিনেমাকে কাট-ছাঁট করে সিনেমা হলে মুক্তি দেওয়া হয়েছে। ছবিটি পরিচালনা করেছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা।