২০২১ সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের আগেই জানিয়ে ছিলেন বিসিবির সভাপতির পদে আর থাকতে চান না নাজমুল হাসান পাপন। আর এবার জাতীয় সংসদ নির্বাচনের আগে একই আভাস দিয়েছেন তিনি।
আজ (সোমবার) দুপুরে নিজ বাসায় বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবালের সঙ্গে বৈঠকে বসেন নাজমুল হাসান পাপন। লম্বা সময় ধরে তামিমের ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলেছেন দুজন। এরপর গণমাধ্যমের মুখোমুখি তামিমের সঙ্গে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কথা বলেছেন বোর্ড সভাপতি। বিসিবির দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়ে রাখলেন তিনি।
সাংবাদিকদের নাজমুল হাসান বলেন, ‘এই টার্ম (মেয়াদ) তো আর বেশিদিন নাই। আমি আর বেশিদিন নাই। আমার প্ল্যান (পরিকল্পনা) হচ্ছে, আর একটা বছর আছে এবং এর মধ্যে যাওয়ার আগে অবশ্যই টিমকে (জাতীয় দল) ঠিক করে যাব। সেটা ঠিক হবে কিনা আমি জানি না। আমি যেটা মনে করি, এটা করা দরকার। সেটা যদি অনেক কঠিন সিদ্ধান্তও হয়, সেটাও নিব।’
বোর্ড সভাপতি হিসেবে শেষ সময় কঠোর হওয়ার আভাসও দিয়েছেন তিনি। বোর্ড সভাপতি বলেন, ‘একেকজন একেকটা কথা বলবে। সেটা শুনে একটা ডিসিশন (সিদ্ধান্ত) নিব এসবের মধ্যে আমি নাই।’
নাজমুল হাসান পাপন, এক বছরের কথা বললেও আসলে বর্তমান কমিটির মেয়াদ রয়েছে আরও দুই বছর। ২০২১ সালের অক্টোবরে অনুষ্ঠিত হয় বিসিবির সর্বশেষ কার্যনির্বাহী কমিটির নির্বাচন হয়। সেই হিসেবে পরেরটি হওয়ার কথা ২০২৫ সালের অক্টোবর বা নভেম্বরে।
২০১২ সালে আ হ ম মুস্তাফা কামাল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা-আইসিসির সভাপতি হলে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য বিসিবি সভাপতির দায়িত্ব পান নাজুমল হাসান পাপন। পরের বছর নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন। পরে ২০১৭ ও ২০২১ সালের নির্বাচনেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে সভাপতির দায়িত্ব পান। ২০২১ সালের নির্বাচনের আগেও তিনি বেশ কয়েকবার বলেছেন, সভাপতির দায়িত্বে আর থাকতে চান না।