[t4b-ticker]
উন্নয়নের দেশে, পুথির ভাষায়

মোহাম্মদ জোয়াহিদ:

শোন ভাই বলে যাই-আমার দুঃখের কথা,
দুঃখের কথা শোনে-কারো মনে নিওনা ব্যথা।
এটাই অনুরোধ–নাই বিরোধ কারো প্রতি,
আপন দুঃখে ফেটে যায় বুকের ছাতি
কারণ সংসারের জ্বালা!!

দু’বেলা খাওয়া হয়না রীতি মতো
মরিচ পুড়া থুড়া থুড়া- অতি সীমিত খাদ্য তালিকায়!!

বেলায় ওবেলায় পাওয়া যায় না
আলু ভর্তা মাংসের মতো–তাও জুটেনা
তবুও আমার দেশ!! পরিবেশ কত যে সুন্দর
অভাবীরা থাক অভাবে- লোটেরাদের বাড়ছে আদর!
আর কতদিন!! মূল্যহীন থাকবে এ সমাজ
মাদকের আগ্রাসনে পুড়ছে অর্থ ও সমাজ
কেউ কি দেখে এ সব!! এ তো সব নিত্যদিনের কাজ

মেধাশক্তি হচ্ছে বিলীন
ডুবছে যুব সমাজ,নেশার প্রতি!!
আসক্তি বাড়তেছে নিত্যদিন
হাজার হাজার কোটি টাকা হইতেছে বিলীন
নাই তার প্রতিকার!!

শুদ্ধাচার নাই এ সমাজে
দুর্নীতিতে হচ্ছে লিপ্ত- অতি সহজে
পত্র -পত্রিকায় অহরহ!!

এ বিরহ কারে বলবো ভাই
ধরা পড়লে পার পেয়ে যায়
বিচার ও নাই!!

পরে লিখবো আরো- যদি পাই ছাড়া
আমার লেখায় কেউ আমায় দিওনা গো তাড়া!!

(লেখকঃ কবি ও গীতিকার)