মাধবপুর প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে উপজেলা পরিষদ নির্বাচনে একটি কেন্দ্রে ভোট শুরু হওয়ার পর থেকে ১ ঘণ্টায় কোনো ভোট পড়েনি।
বুধবার (৫ জুন) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। ৯টা পর্যন্ত উপজেলায় বাঘাসুরা ইউনিয়নের ডা. মহিউদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রের একটি বুথে একটি ভোটও পড়েনি।
ডা. মহিউদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইজিং অফিসার হাবিবুর রুহান বলেন, কেন্দ্রের একটি বুথে ২৮১ ভোট রয়েছে। তবে সকাল ৯টা পর্যন্ত কোনো ভোট পড়েনি।
উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত মাধবপুর উপজেলা। মোট ভোটার রয়েছেন ২ লাখ ৭২ হাজার ৭৬৫ জন।
মাধবপুরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ছয়জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে চারজন।
এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার (৫ জুন) অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় ৩ জুন থেকে আগামী ৭ জুন পর্যন্ত নির্বাচনী এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে বিজিবি।
চতুর্থ ধাপের নির্বাচনের জন্য তপশিল ঘোষণা হয়েছিল ৫৫ উপজেলার। কিন্তু নানা কারণে আজ ভোট হচ্ছে ৬০ উপজেলায়। মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচনী সামগ্রী দেওয়া হয়।