অনলাইন ডেস্কঃ
চাঁপাইনবাবগঞ্জ: ঢাকা থেকে অপহৃত রোকুনুজ্জামান খান নামে এক ব্যবসায়ীকে ৩দিন পর চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২২ জানুয়ারি) সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার গাবতলা মোড় এলাকায় একটি ৭ তলা ভবন থেকে উদ্ধার করা হয়। তবে বিষয়টি এদিন দুপুরে সাংবাদিকদের নিশ্চিত করে সদর থানা পুলিশ।
রোকুনুজ্জামান খান জানান, গত ১৯ জানুয়ারি রাতে যমুনা ফিউচার পার্কের সামনে থেকে আব্দুর রাকিব নামে চাঁপাইনবাবগঞ্জের নয়াগোলা এলাকার একটি হাফেজিয়া মাদরাসার সুপার ৭-৮ লোকজন নিয়ে অস্ত্রের মুখে তাকে জোর করে একটি অ্যাম্বুলেন্সে উঠিয়ে নেয়। এরপর তাকে নাকে চেতনানাশক রুমাল ধরলে তিনি অজ্ঞান হয়ে যান। পরেরদিন দুপুরের দিকে জ্ঞান ফিরলে একটি রুমে হাত পা বাঁধা অবস্থায় তিনি নিজেকে দেখতে পান।
গত ৩দিন ধরে তাকে রুমের মধ্যে আটকে তাকে মারধর করা হয়। বুধবার সকালে অপহরণকারীরা তাকে ওই ভবনের দরজায় তালা মেরে বাইরে গেলে তিনি জানালা খুলে পার্শ্ববর্তী ভবনের লোকজনকে জানিয়ে সহায়তা চান। এ সময় ৯৯৯ ফোন দিলে পুলিশ এসে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
অন্যদিকে অভিযুক্ত রাকিব সদর থানা চত্বরে অবস্থানকালে সাংবাদিকদের দাবি করেন, তার সঙ্গে ব্যবসায়িক লেনদেন ছিল। এখন আর তার সঙ্গে ব্যবসা করতে না চাইলে রোকন টাকা দিতে টালবাহানা করায় তাকে বেড়াতে আসার নাম করে এনে আটকে রেখে তার কাছে পাওনা টাকা চাওয়া হয়েছে। মারধর প্রসঙ্গে তার দাবি তাকে সসম্মানে ওই বাড়িতে আটকে রাখা হলেও কোনো মারধর করা হয়নি।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রইস উদ্দিন উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ দেয়নি। তবে রোকনের বিরুদ্ধে ঢাকার ভাটারা থানায় একটি মামলা থাকায় তাকে ওই থানায় হস্তান্তর করা হবে। এখন তিনি ভাটারা থানায় রয়েছেন । এই বিষয়ে আরও তথ্য জানতে আমাদের সাথে থাকুন।
post by
abdur rahman arafat