[t4b-ticker]
গোলাপগঞ্জে বিআর‌টিসি বাসে আগুন, যাত্রীরা অল্পের জন্য রক্ষা

গোলাপগঞ্জ সংবাদদাতা:

গোলাপগঞ্জে বিআর‌টিসি একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য বাসে থাকা যাত্রীরা রক্ষা পেয়েছেন।

সোমবার (৪ মার্চ) বি‌কেল ৩ টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হেতিমগঞ্জে সিলেট থেকে জ‌কিগ‌ঞ্জগামী বিআরটিসি বাসে এ অ‌গ্নিকা‌ন্ডের ঘটনা ঘটে।

বাসের যাত্রীরা জানান, সিলেট থেকে ছেড়ে আসা বাসটি কুচাই নামক স্থানে আসামাত্র তারা পোড়া গন্ধ পান। বিষয়টি বাস চালককে জানালেও তিনি এতে কর্নপাত করেননি। এক পর্যায়ে হেতিমগঞ্জে আসামাত্র একজন যাত্রী গাড়িতে আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। এসময় একজন যাত্রীর ব্যাগেও আগুন লেগে যায়। তাৎক্ষণিক স্থানীয়দের প্রচেষ্টায় বাসের আগুন নিয়ন্ত্রণে আসে।

গাড়ীর যাত্রীরা জানান, সি‌লেট কদমতলী থে‌কে জ‌কিগ‌ঞ্জের উ‌দ্দে‌শ্যে ছে‌ড়ে আসা বাসটি কুচাই এলাকায় আসামাত্র পুড়া গন্ধ পান যাত্রীরা। এসময় চালক‌কে বারবার অব‌হিত করার পরও কর্নপাৎ ক‌রেন‌নি চালক। প‌রে চাল‌কের পা‌শে বসা একজন ম‌হিলা গাড়ীর নীচে আগুন দে‌খে চিৎকার কর‌লে হে‌তিমগঞ্জ এ‌সে গাড়ী থামান। এসময় যাত্রীরা আত‌ঙ্কে ত‌ড়িগ‌ড়ি ক‌রে নী‌চে নামার সময় কিছুটা আহত হ‌য়ে‌ছেন ব‌লেও অনেকে জানান।

বশির আহমদ নামের এক বাস যাত্রী জানান, গাড়িতে জ্বলা গন্ধ পেয়ে আমরা চালককে বার বার অবগত করেছি। কিন্তু তিনি আমাদের কথার গুরুত্ব দেন নি। তার খামখেয়ালির কারণে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো। মহান আল্লাহ তালা আমাদের রক্ষা করেছেন।