অনলাইন ডেস্ক
আলোচিত চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যানকে চাকরিচ্যুত করা হয়েছে। তার স্থলে প্রতিষ্ঠানটির প্রধান প্রযুক্তি কর্মকর্তা মীরা মুরাতিকে নিয়োগ দিয়েছেন ওপেনএআইয়ের পরিচালা পর্ষদ। শনিবার (১৮ নভেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
৩৮ বছর বয়সী স্যাম যুক্তরাষ্ট্রের মিসৌরিতে জন্মগ্রহণ করেন। তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। কয়েক বছর আগে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের বিলিয়ন ডলারের সহায়তায় চ্যাটজিপিটি বাজারে এনে বেশ সুনাম অর্জন করে স্যামের ওপেনএআই।
এক বিবৃতিতে ওপেনএআইয়ের পরিচালনা পর্ষদ জানিয়েছে, যথাযথ পর্যালোচনা প্রক্রিয়া মেনেই স্যামকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি (স্যাম) পরিচালনা পর্ষদের সঙ্গে খোলাখুলি যোগাযোগ করছিলেন না। ফলে প্রতিষ্ঠান পরিচালনায় পর্ষদের সক্ষমতা বাধাগ্রস্ত হচ্ছিল।
ওপেনএআইয়ের পরিচালনা পর্ষদের এমন সিদ্ধন্তের পর এক এক্সবার্তায় স্যাম বলেন, ওপেনএআইয়ে আমার সময়টা বেশ ভালো লেগেছে। ব্যক্তিগতভাবে এটা আমার জন্য পরিবর্তন বয়ে নিয়ে এসেছে। আশার কথা হলো বিশ্বেও এটি পরিবর্তন এনেছে। এমন ধরনের প্রতিভাবান মানুষের সঙ্গে কাজ করতে পেরে আমার বেশ ভালো লেগেছে।
অন্যদিকে ওপেনএআইয়ের নতুন সিইও হিসেবে দায়িত্ব নেওয়া মীরা মুরাতি এর আগে মার্কিন ধনকুবের ইলন মাস্কের টেসলায় কাজ করেছেন। এরপর ২০১৮ সালে ওপেনএআইয়ে যোগদান করেন। পরে তিনি প্রতিষ্ঠানটির প্রধান প্রযুক্তি কর্মকর্তা হন। তিনি চ্যাটজিপিটিসহসহ প্রতিষ্ঠানটির পণ্য উদ্বোধন বিভাগের তদারকি করেছেন।
দায়িত্ব নেওয়ার পরই মীরা মুরাতি নিজের সহকর্মীদের শান্ত করার চেষ্টা করেন। তিনি বলেন, মাইক্রোসফট ও অন্যান্য অংশীদারদের সঙ্গে ওপেনএআইয়ের সম্পর্ক স্থিতিশীল রয়েছে।