নতুন কাঠামোর চ্যাম্পিয়ন্স লিগে নকআউট পর্বে জায়গা করে নিতে বুধবার (২৯ জানুয়ারি) রাতে মাঠে নামবে ইউরোপের শীর্ষ ক্লাবগুলো। রাত ২টায় একসাথে মাঠে গড়াবে ১৮টি ম্যাচ। এরই মধ্যে শেষ ষোল নিশ্চিত করে ফেলেছে লিভারপুল ও বার্সেলোনা। শীর্ষ আট কিংবা নকআউটে জায়গা করে নিতে লড়তে হবে বায়ার্ন মিউনিখ, রিয়াল মাদ্রিদ, ম্যান সিটি, পিএসজির মতো জায়ান্টদের। শীর্ষ ২৪ দলের প্রথম আটটি সরাসরি জায়গা করে নিবে শেষ ষোলতে। বাকি ১৬ দলের আটটি প্লে-অফ শেষে যোগ দেবে কোয়ার্টার ফাইনালে।
চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এই প্রথম একসাথে মাঠে গড়াবে এতগুলো ম্যাচ। সরাসরি প্লে-অফে জায়গা করে নিতে লড়বে ৩৬টি দল।