[t4b-ticker]
জায়েদ খান আমাকে নকল করে, অভিযোগ হিরো আলমের

 অনলাইন ডেস্ক

 

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা জায়েদ খানকে নিয়ে মন্তব্য করেছেন জনপ্রিয় ইউটিউবার হিরো আলাম। বলেছেন, ইদানীং জায়েদ খানের পাগলামিটা বেড়ে গেছে।

বর্তমান সময়ে জায়েদ খানের ডিগবাজি ও নিজের জীবন-যাপন নিয়ে বিভিন্ন মন্তব্য তাকে ভাইরাল তকমায় রাখে। সম্প্রতি ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে গিয়েছিলেন হিরো আলম।

সেখানে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি জায়েদ খানকে নিয়ে মন্তব্য করেন।

হিরো আলম বলেন, সম্প্রতি দুবাই গিয়েছিলাম আরাভ খানের শো রুম উদ্বোধন করতে। সেখানে আরাভ আমাকে বলে, জায়েদ খান তো তোমাকে নকল করে। সে তোমার ডিগবাজিও নকল করে।

তবে জায়েদ খানকে নিয়ে হিরো আলম বলেন, জায়েদ খান অবশ্য আগে এমন করতো না। ইদানীং পাগলামিটা বেড়ে গেছে। কাজের অভিজ্ঞতায় আমার সিনিয়র সে। ’

হিরো আলম আরও বলেন, ‘আরাভ আমাকে এসব বললে আমি তাকে বলি, আগে আমি অনেক সিনেমায় ডিগবাজি দিতাম, সেটা নকল করতেই পারে সে। সেটা তার ব্যক্তিগত ব্যাপার। ’