[t4b-ticker]

জৈন্তাপুর প্রতিনিধি: 

এবার সিলেট-তামাবিল মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে যাত্রীবাহী লেগুনার ধাক্কায় চালক সহ পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ মার্চ) রাত ৮টার দিকে জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকার করিচেরপুল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

 

আহতরা হলেন- হাজারীসেন গ্রামের মৃত রিয়াজ উল্লাহ্ র ছেলে লেগুনা চালক আলমগীর হোসেন (২৫), উত্তর কাঞ্জর গ্রামের আলী হোসেন (১৭), হাজারী সেনগ্রামের তুহিন (১৬), মুটকুঞ্জা গ্রামের রায়হান (১৬) ও ছোটারীসেন গ্রামের আবু হোসেন (২৫)।

 

জানা যায়, উপজেলার দরবস্ত নয়াবাজার গর্দ্দনা এলাকা থেকে ছেড়ে আসা একটি লেগুনা পিকআপ করিচেরপুল পার হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের (ঢাকা মেট্রো ট-১৪-২১০৭) পিছনে ধাক্কা দেয়। এ সময় লেগুনাতে থাকা চালকসহ পাঁচজন আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে আহতদের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।

প্রথম বাংলা/পরশ