[t4b-ticker]

নিজস্ব প্রতিবেদক:

 

সিলেটের জৈন্তাপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম বারের মতো  চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী।

মঙ্গলবার (২১ মে) ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলার ৪৬টি কেন্দ্রের মধ্যে  চারটি কেন্দ্রে সমর্থকদের মধ্যে কিছু বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটে।

বিজয়ী লিয়াকত আলী এর আগে এক বার ভাইস চেয়ারম্যান ও দুই বার উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করেন। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে তিনি নৌকার প্রতিক নিয়ে ঘোড়া মার্কার প্রার্থী কামাল আহমদের সাথে পরাজিত হন।

এই ভোটে লিয়াকত আলী (আনারস) প্রতিকে ৩৭ হাজার ৯শ ৬টি ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ধন্দ্বী যুক্তরাষ্ট্র প্রবাসী আওয়ামীলীগ নেতা আব্দুল গাফফার চৌধুরী খসরু (কাপ পিরিচ) প্রতিকে ২৪ হাজার ১০ ভোট পেয়ে পরাজিত হন। লিয়াকত আলী প্রথমবারের মতো জৈন্তাপুর উপজেলা পরিষদের দায়িত্ব পেলেন।

এদিকে প্রথম বারের মতো উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন সাহাদ উদ্দিন সাদ্দাম (টিউবওয়েল) প্রতিকে ২৩ হাজার ৮শ ৮৬ ভোটপেয়ে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ধন্দ্বী মাওলানা কবির আহমদ (চশমা) প্রতিকে পেয়েছেন ১৫ হাজার ১শ ৪২ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুনারা বেগম (কলস) প্রতিকে পেয়েছেন ২৭ হাজার ৮শ ৩২ ভোট ভোটপেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ধন্দ্বী পারভীন আক্তার (ফুটবল) প্রতিকে পেয়েছেন ১৫ হাজার ৭শ ৪২ ভোট।

উল্লেখ্য,  জৈন্তাপুর উপজেলায় এক লাখ ৩৪ হাজার ৬১১ জন ভোটার। যাদের মধ্যে ৬৪ হাজর ৬৫৩ জন মহিলা ও ৬৯ হাজার ৯৫৭ জন পুরুষ ভোটার। এ উপজেলায় তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন একজন। ভোট গ্রহণ শেষে রাত সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটর্নিং কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া নির্বাচনের ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করেন।

 

জেএইচ: