[t4b-ticker]

অনলাইন ডেস্কঃ

 

দুদক সার্ভিস এসোসিয়েশনের (ডুসা) কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শনিবার (১ জুন) এক বিজ্ঞপ্তিতে সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি মো. মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুদক সার্ভিস এসোসিয়েশনের (ডুসা) বর্তমান নির্বাহী কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও বিভিন্ন কারণে নতুন কমিটি গঠন করা সম্ভব হয়নি। ডুসার সংগঠনিক কার্যাক্রমে গতিশীলতা আনয়নের মাধ্যমে কমিশনকে সফল ও মহান করার উদ্দেশ্যে নতুন কমিটি গঠন করা অত্যাবশ্যক। এমন বাস্তবতায় ডুসার উপদেষ্টা পরিষদের বেশিরভাগ সদস্যের পরামর্শক্রমে ও অংশীজনের মতামতের ভিত্তিতে, নতুন কমিটি গঠনের নিমিত্ত অদ্য ০১ জুন হতে ডুসার বর্তমান নির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ডুসার নতুন কমিটি গঠনে সম্মানিত উপদেষ্টা মন্ডলী কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবেন মর্মে আমরা আশাবাদী।