[t4b-ticker]
নিজস্ব প্রতিবেদক:
নির্বাচনে পর্যবেক্ষণের দায়িত্ব পালনকালে আহত হয়েছেন  সিলেটের সিনিয়র সাংবাদিক সুনির্মল সেন।
এদিকে. সংগঠনের সভাপতি আহত হওয়ায় নিন্দা ও ক্ষোভ জানিয়ে বিবৃতি প্রদান করেছে সিলেট বিভাগীয় রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে সিলেটের চারটি উপজেলায় নির্বাচন বুধবার (৮ মে) সম্পন্ন হয়েছে। এই চারটি উপজেলা হলো- সিলেট সদর, দক্ষিণ সুরমা, গোলাপগঞ্জ এবং বিশ্বনাথ।
ওইদিন নির্বাচনী সংবাদ সংগ্রহকালে কাইস্তগ্রাম নির্বাচনী সেন্টারের সামনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ধাওয়া পালটা ধাওয়া ও ইট-পাটকেল ছুড়লে পায়ে আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হয়েছেন সিলেট বিভাগীয় রিপোর্টার্স ক্লাবের সভাপতি, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন, সিলেট বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সিনিয়র রিপোর্টার সুনির্মল সেন।
ওইদিন গোলাপগন্জ উপজেলা পরিষদ নির্বাচনী দায়িত্ব পালনকালে চেয়ারম্যান প্রার্থীর সমর্থনকারিদের হাতে পর্যবেক্ষণ কাজে ব্যবহৃত গাড়ি ভাংচুর, সিনিয়র সাংবাদিক সুনির্মল সেন ছাড়াও অন্যান্য সংবাদকর্মীরাও আহত হন।