অনলাইন ডেস্কঃ
পুলিশের সাথে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় পুলিশ-শিক্ষার্থী সহ অন্তত ১১ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা সোয়া একটা থেকে প্রায় ঘন্টাব্যাপী সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে এই ঘটনা ঘটে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এই ঘটনায় আহতরা হলেন- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিইপি বিভাগের শিক্ষার্থী রাফিদ, বাংলা বিভাগের শিক্ষার্থী নাঈম, পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী রাহিম, আইপিই বিভাগের শিক্ষার্থী শাফায়েত, জিওগ্রাফি বাংলা বিভাগের শিক্ষার্থী ও বাম দলের নেতা লুবনা, রসায়ন বিভাগের শিক্ষার্থী রহিম, পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মিম, ফরেস্ট্রি বিভাগের শিক্ষার্থী মাহিদ। এছাড়া তৌফিক নামের এক শিক্ষার্থী আহত হয়েছেন, তবে তিনি কোন বিভাগের শিক্ষার্থী তা জানা যায়নি।
এদিকে, সংঘর্ষের ঘটনায় দুইজন পুলিশ সদস্য আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বলে পুলিশ সুত্রে জানা গেছে।
জানা যায়, চলমান কোটা সংস্কারের দাবীতে আন্দোলনরত শিক্ষার্থীরা সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল সোয়া এগারোটা থেকে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে শাবি শিক্ষার্থীরা। এসময় সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে ও কোটাবিরোধী বিভিন্ন স্লোগানের পাশাপাশি পুলিশের বিরুেদ্ধে নানা স্লোগান দিতে থাকে।
এসময় আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতি সতর্ক দৃষ্টি রাখে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনী। এক পর্যায়ে পুলিশের উর্ধতন কর্মকর্তারা সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক থেকে অবরোধ তুলে নিতে শিক্ষার্থীদের সাথে কথা বলতে আসতে চাইলে তাদের উপর চড়াও হয় কিছু শিক্ষার্থী। তারা পুলিশের বিরুেদ্ধে নানা স্লোগান দিতে থাকে এবং ইট ও গাছের ডাল ছুড়ে মারতে শুরু করে।
তখন পুলিশও আত্মরক্ষার্থে তাদের লক্ষ্য করে পিছন থেকে টিয়ার শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে ফেলে। শুরু ধাওয়া পাল্টা-ধাওয়া। এতে ২জন পুলিশ সদস্য আহত হয়েছেন ও ২জনকে আটক করেছে পুলিশ।
তবে, শিক্ষার্থীদের দাবী পুলিশকে লক্ষ্য করে যারা ইট-পাটকেল নিক্ষেপ করেছে তারা বহিরাগত। তারা কোন শিক্ষার্থী নয়।
এবিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ সিলেট প্রতিদিনকে বলেন, পুলিশের উপর হামলার ঘটনায় ২জন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় ২জনকে আটক করেছে পুলিশ। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
Shuvo