রংপুরের পীরগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কের মুক্তি ফিলিং স্টেশনের সামনে রাস্তা পারাপারের সময় বাস চাপায় ফুল মিয়া (৫৫) নামে একজন জন নিহত হয়েছেন। তিনি পীরগঞ্জ পৌরসভাস্থ ধনশলা গ্রামের মৃত. আব্দুল জব্বার মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার (৯ জুলাই) রাতে রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রোমার পরিবহনের একটি বাস উপজেলার মুক্তি ফিলিং স্টেশনের সমানে ব্যটারিচালিত ভ্যানে করে রাস্তা পার হচ্ছিল। এ সময় বাসটি ভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন ভ্যানে থাকা ফুল মিয়া।
(AR)