[t4b-ticker]
অনলাইন ডেস্কঃ 

রংপুরের পীরগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কের মুক্তি ফিলিং স্টেশনের সামনে রাস্তা পারাপারের সময় বাস চাপায় ফুল মিয়া (৫৫) নামে একজন জন নিহত হয়েছেন। তিনি পীরগঞ্জ পৌরসভাস্থ ধনশলা গ্রামের মৃত. আব্দুল জব্বার মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার (৯ জুলাই) রাতে রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রোমার পরিবহনের একটি বাস উপজেলার মুক্তি ফিলিং স্টেশনের সমানে ব্যটারিচালিত ভ্যানে করে রাস্তা পার হচ্ছিল। এ সময় বাসটি ভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন ভ্যানে থাকা ফুল মিয়া।

বড়দরগাহ্ হাইওয়ে থানার ওসি মো. সোলাইমান শেখ জানান, নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী মামলা করা হয়েছে।

(AR)