[t4b-ticker]
পুরো ইউক্রেনজুড়ে ফের রাশিয়ার বোমা হামলা

অনলাইন ডেস্ক:

মঙ্গলবার (২ জানুয়ারি) ইউক্রেনের রাজধানী কিয়েভ, উত্তর-পূর্বের শহর খারকিভসহ একাধিক অঞ্চলে একের পর এক বোমা হামলা চালিয়েছে
এ হামলায় চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শতাধিক। কিয়েভের সবচেয়ে জনবহুল এলাকাতেও বিস্ফোরণ হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সূত্র , বিবিসি, আরটি ।
কিয়েভ থেকে একটি রুশ ড্রোন উদ্ধার হয়েছে। ওই ড্রোন থেকে একটি বাড়িতে আগুন লেগে যায়।
মঙ্গলবার এ হামলার পর বিশ্বের কাছে আরো সামরিক সাহায্যের আর্জি জানিয়েছেন জেলেনস্কি। সূত্র, ডয়েচে ভেলে।
আরটি’র প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের সেনাসূত্র জানিয়েছে,  রাশিয়ার নয়টি টুপোলেভ টিইউ-৯৫এমএস বোমারু বিমান নিয়ে এই হামলা চালানো হয়েছে।
গত ডিসেম্বরে শেষ এই বিমান ব্যবহার করা হয়েছিল। সেবারও গোটা ইউক্রেনজুড়ে আক্রমণ চালিয়েছিল রাশিয়া। ঘটনায় ৩৯ জনের মৃত্যু হয়েছিল।