[t4b-ticker]
প্রভাবহীন অবরোধ

 নিজস্ব প্রতিবেদক

 

নবম দফায় সারাদেশে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের তেমন প্রভাব পড়েনি রাজধানীতে। তবে অবরোধের সমর্থনে রাজধানীর বিভিন্ন স্থানে খণ্ড খণ্ড মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রোববার (৩ ডিসেম্বর) সকালে কাকরাইলে রুহুল কবীর রিজভীর নেতৃত্বে মিছিল করে বিএনপি কর্মীরা। এছাড়াও গাবতলী, পরিবাগসহ বেশ কিছু জায়গায় মিছিল করেছে যুবদল, ছাত্রদল।

এদিকে পল্টন এলাকায় পৃথকভাবে অবরোধের সমর্থনে মিছিল ও সমাবেশ করেছে গণতন্ত্র মঞ্চ, গণ অধিকার পরিষদ, এলডিপিসহ আন্দোলনে থাকা অন্যান্য দল।

এসময়, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য নিয়ম নীতির তোয়াক্কা না করে অন্য দল থেকে ভাগিয়ে এনে নৌকা দিচ্ছে বলে মন্তব্য করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি।

আর বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল আলম বলেন, পাতানো নির্বাচন করে আওয়ামী লীগ ক্ষমতায় টিকতে পারবে না।