[t4b-ticker]

অনলাইল ডেস্ক:

 

ইংলিশ প্রিমিয়ার লিগে হারের মুখ দেখেছে দুই জায়ান্ট চেলসি ও আর্সেনাল। একই ম্যাচ ডে’তে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

শনিবার (২২ ফেব্রুয়ারি) মাঠে গড়ায় প্রিমিয়ার লিগের একাধিক ম্যাচ।

নিজেদের মাঠে ১৫ ম্যাচ পর ওয়েস্ট হ্যামের কাছে ১-০ গোলে হেরেছে আর্সেনাল। এই হারে শিরোপার দৌড়ে কিছুটা পিছিয়ে গেল আর্তেতার দল। ম্যাচের শুরু থেকেই বল দখলে রেখে আক্রমণাত্মক খেলার চেষ্টা করতে থাকে গানাররা। অবশ্য প্রতিপক্ষকে কঠিন কোন পরীক্ষায় ফেলতে পারেনি তারা। উল্টো প্রথমার্ধের শেষ দিকে জ্যারড বোয়েনের গোলে লিডে যায় ওয়েস্ট হ্যাম।

পিছিয়ে থেকেই হতাশা নিয়ে বিরতিতে যায় আর্সেনাল। বিরতির পর অবশ্য ম্যাচে ফিরতে মরিয়া চেষ্টা করে স্বাগতিকরা। উল্টো ৭৩ মিনিটে মাইলেস লুইস-স্কেলি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে পরিস্থিতি আরও কঠিন হয়ে যায় স্বাগতিকদের জন্য। ১০ জন নিয়ে শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি মিকেল আরতেতার দল।

অপরদিকে ২-২ গোলে ড্র হয়েছে এভারটন ও ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ। গুডিসন পার্কে পিছিয়ে থেকেও, কোনরকমে হার এড়ায় আমুরির দল।

ঘরের মাঠ শুরুতেই উল্লাসে মাতান বেতো। ম্যাচের ১৯ মিনিটে জোরালো শটে জালের ঠিকানা খুঁজে নেন এই পর্তুগিজ ফরোয়ার্ড। ম্যাচের ৩৩ মিনিটে দুকুরের কল্যাণে লিডে থেকে বিরতিতে যায় এভারটন।

বিরতির পর গোল শোধে মরিয়া হয়ে ওঠে ইউনাইটেড। দুই গোলে পিছিয়ে থাকা দলটি ৭০ মিনিট পর্যন্ত পায়নি জালের দেখা। তবে, ৭২ মিনিটে ডেডলক ভাঙেন ব্রুনো ফার্নান্দেজ। ৮ মিনিট পর সমতা টানেন ম্যানুয়েল উগার্তে। ২-২ গোলে ম্যাচের ইতি টানা ইউনাইটেডের অবস্থান টেবিলের ১৫ নম্বরে।

প্রিমিয়ার লিগের আরেক ম্যাচে মার্কো অ্যাসেনসিওর জোড়া গোলে পিছিয়ে থেকেও চেলসিকে ২-১ গোলে হারিয়েছে অ্যাস্টন ভিলা।

ম্যাচের নবম মিনিটে পেদ্রো নেতোর পাস গোলমুখে পেয়ে বাঁ পায়ের শটে চেলসিকে এগিয়ে নেন আর্জেন্টাইন মিডফিল্ডার এনসো ফার্নান্দেস। এই গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা।

উভয় পক্ষ অনেকগুলো সুযোগ নষ্ট করার পর, ৫৭ মিনিটে অ্যাসেনসিওর গোলে সমতায় ফেরে ভিলা। ম্যাচ যখন ড্রয়ের পথে; তখনই স্বাগতিকদের জন্য ত্রাতা হয়ে আসেন অ্যাসেনসিও। ম্যাচের শেষ মুহূর্তে তার জোরালো শট ইয়োর্গেনসেনের নাগালে থাকলেও হাত ফসকে বল চলে যায় জালে। জয়োল্লাসে মাতে অ্যাস্টন ভিলা।

২৬ ম্যাচ শেষে ৬১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে লিভারপুর, সমান ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে আর্সেনাল।

 

আরএ