অনলাইন ডেস্ক
ফিলিস্তিনে চলমান ইসরায়েল-হামাস যুদ্ধে মাত্র এক রাতের ব্যবধানে ৮ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা। মৃতদের মধ্যে ৩৫ বছর বয়সী একজন লেফটেন্যান্ট কর্ণেল, ২৩ বছর বয়সী দুইজন মেজর, ১৯ বছর বয়সী একজন সার্জেন্ট এবং ২২ বছর বয়সী একজন ক্যাপ্টেন রয়েছেন। তারা সকলেই ইসরায়েলি সেনাবাহিনীর পদাতিক দলের সদস্য এবং সকলেই উত্তর গাজায় অভিযান চলাকালে নিহত হয়েছেন।
এছাড়াও, ইসরায়েলি সেনাবাহিনীর ৬৬৯ স্পেশাল রেস্কিউ ট্যাকটিকাল ইউনিটের ২৬ ও ২০ বছর বয়সী দুইজন মেজর এবং কমব্যাট ইঞ্জিনিয়ার ডিভিশনের ১৯ বছর বয়সী একজন সার্জেন্টও উত্তর গাজায় চলমান যুদ্ধে মারা গেছেন।
ইসরায়েলি সেনাবাহিনীর বরাত দিয়ে জাতিসংঘ জানায়, গাজায় যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট ১০৫ জন ইসরায়েলি সেনা নিহত এবং ৬০০ সেনা আহত হয়েছেন।
এদিকে, ইতিহাসে প্রথমবারের মতো লোহিত সাগরে রণতরী পাঠিয়েছে ইসরায়েল। ইসরায়েলগামী সকল জাহাজকে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথির দেওয়া হুমকি এবং নরওয়ের পতাকাবাহী একটি জাহাজে মিসাইল হামলার প্রেক্ষিতে এই পদক্ষেপ নেয় ইসরায়েল।
মোতায়েনকৃত রণতরীগুলো ইসরায়েলের সার-৬ করভেট শ্রেণীর অন্তর্ভুক্ত। এইধরনের রণতরীকে ইসরায়েল গ্যাসক্ষেত্র এবং জাহাজ চলাচলের পথে সুরক্ষিত রাখতে ব্যবহার করতে থাকে।
ইসরায়েলি অস্ত্রে সজ্জিত রণতরীগুলো জার্মানীতে প্রস্তুত করা হয়েছে।