[t4b-ticker]
বগুড়ায় অবরোধের সমর্থনে একাধিক পয়েন্টে জামায়াতের বিক্ষোভ মিছিল।
জামায়াতে ইসলামীসহ বিরোধী জোটের ডাকা নবম দফায় ৪৮ ঘন্টা অবরোধের প্রথম দিনের শুরুতেই অবরোধের সমর্থনে দফায় দফায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াত। আজ (রবিবার) সকাল ৭টায় জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার উদ্যোগে ২য় বাইপাস সড়কের ফনির মোড় এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জামায়াত-শিবিরের দুই শতাধিক নেতাকর্মী মিছিলে অংশ গ্রহণ করেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন, ‘আওয়ামীলীগ রাজনৈতিক ভাবে দেওলিয়া হয়ে গেছে। প্রহসনের নির্বাচনকে বৈধতা দিতে বিভিন্ন রাজনৈতিক দলের সুবিধাবাদী নেতাদের ভাড়া করেও কাজ হচ্ছেনা। বেশির ভাগ আসনে নিজেরা নিজেরাই ভোটের নাটক করছে। দেশের মানুষ আওয়ামীলীগের এই ভন্ডামী ধরে ফেলেছে। তারা একদলীয় নির্বাচন কোনভাবেই মেনে নিবেনা।’ নির্বাচনের নামে তামাশা বন্ধ করে অবিলম্বে পদত্যাগ করে কেয়ারটেকার সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য তিনি সরকারের প্রতি দাবী জানান।