[t4b-ticker]

বালাগঞ্জ উসমানী নগর প্রবাসী কল্যাণ সোসাইটির বনভোজন অনুষ্ঠানের সাফল্যে ও ব্যর্থতা নিয়ে সংস্কৃতি আমার অনূভতির বহিঃপ্রকাশে কিছু লিখা। ধন্যবাদ জানাই বালাগঞ্জ উসমানী নগর সোসাইটির সকল নেতৃবৃন্দকে। আমাদের অম্লান সংস্কৃতি, ঐক্যবদ্ধতা ও কঠোর পরিশ্রমে বাংলাদেশের সংস্কৃতি ঐতিহ্য তুলে ধরে সব কমিউনিটির নেতৃবৃন্দকে নিয়ে, মনোরম পরিবেশে বনভোজন করতে পারায় কৃতজ্ঞতা জানাই। খুবই চমৎকার আমাদের দেশীয় লালনকৃত সাংস্কৃতিক খেলাধুলার পরিবেশনা ছিল আনন্দঘন উৎসাহ উদ্দীপনার বিনোদন। সত্যিই আমাদের কমিউনিটির নতুন প্রজন্ম, যুবক যুবতির তারুন্যের উন্মাদনা খেলাধুলার মাধ্যমে ফুটে উঠেছে। খেলাধুলা হচ্ছে আমাদের জীবনের একটি দর্শন, নতুন প্রজন্মের শারীরিক দেহগঠনে, মন মানসিকতা বিকাশে উপযুক্ত সু—নাগরিক হওয়ার জন্য খুবই প্রয়োজন। কৃতিত্বপূর্ণ জীবন গড়ার মাধ্যম খেলাধুলা নিয়মানুভর্তিতা সুশৃংখলা আমাদের ছেলেমেয়ে ভবিষ্যৎ বংশধরদেরকে, নিজস্ব কালচার ঐতিহ্যের শিক্ষা দিয়ে আমাদের দায়িত্ব ও কর্তব্য পালন করা ।
সমাজসেবা, দেশ জাতি গঠনে, মানবতা ও মনুষ্যত্বের বিকাশের জন্য সংগঠন সভা সমিতি সোসাইটি অত্যন্ত প্রয়োজন। আমরা সামাজিক জীব, দলগতভাবে সংঘটিত হয়ে দোস্ত মানবতার সেবায় যে কাজ কর্ম করিতে পারি ? তাহা এককভাবে সম্ভব নয়, তাই সভা সমিতি সংগঠন অপরিহার্য। পৃথিবী কে সুন্দর করে গড়ে তুলার দায়িত্ব আমরা মানবজাতির , সেই লক্ষে ঐক্যবদ্ধ হয়ে মিলিত হয়ে , কাজ করা নৈতিক কর্তব্য। ব্যক্তিত্ব মর্যাদার সর্বোত্তম পন্থা হল আমাদের মন মানসিকতার উদারতা দিয়ে পৃথিবীর অধিকার বঞ্চিত দারিদ্র্যর জনগোষ্টীর পাশে দাড়িয়ে অসহায়ত্বের প্রতি সমবেদনা জানানো। সেই লক্ষ হউক আমরা আমেরিকার সকল প্রবাসী সংগঠন সংস্থার। মানুষের গড়া কর্তৃত্বের অধিকার কে, চুরমার করে, মনুষ্যত্বের অধিকার প্রতিষ্ঠা করি। জীবনের মহৎ বিকাশে মানবকল্যাণের,চিন্তা চেতনায় ভাবনায় বিভিন্ন সংস্থা, সংগঠনগুলো যদি এক উদ্দেশ্য নিয়ে কাজ করি, তাহলে কিছু না কিছু আমরা মানবতার সেবায় কিছু করতে পারব। আমার তিক্ত অভিজ্ঞতা থেকে আমাদের কমিউনিটির কার্যক্রম চোখে পড়ে, কথায় আছে না ঢেকি স্বর্গে গিয়েও ধান ভানে। আমাদের কিছু কমিউনিটির দলাদলী ঐক্য বিভাজন লিডারশীপের ক্ষমতা ভাগাভাগীর দ্বন্দ্ব, অনেক বিপর্যয়ের সৃষ্ঠি করছে। প্রশ্ন জাগে, গুটিপোকা যখন গুট গুট করে, নিজের ফাঁদে নিজে পড়ে। আমরা ও যখন আমাদের ঐতিহ্য কালচার ভুলে যাই, তখনি ক্ষমতা লোভে আমাদের সঠিক আদর্শ থেকে কিছুটা দূরে নিয়ে যায়। প্রার্থনা থাকবে সকল সংগঠনিক নেতৃবৃন্দের কাছে আমরা সকল ঐক্যবদ্ধ হয়ে মানবিক দৃষ্টির আকর্ষণে আরও উদার দানশীলতার প্রতি মনোযোগ দিব। এখানে আমাদের পরিবার পরিজন ছেলে-মেয়ে নিয়ে যেভাবে দিনযাপন করছি আলহামদদুলিল্লাহ। আমি আপনি ভাবি, চিন্তা করি, আমাদের যে সুযোগ সুবিধা আছে, উদাহরণ স্বরুপ বলতে পারি প্রত্যেক সংগঠনগুলি বনভোজন পিকনিক আর্থিক সমর্থ সক্ষমতা আছে বিধায় পালন করিতে পারছি। কিন্তু কি পৃথিবীর আর্থপীড়িত এক তৃতীয় অংশ জনগোষ্ঠি তাদের আহার যোগান দিতে পারছে? বিনোদন কি তাদের জীবনে সামর্থ আছে? আমরা কৃতজ্ঞতা জানাই কঠোর পরিশ্রমের মাধ্যমে পরিবার পরিচালনা করে ও মাঝে মধ্যে বিনোদন আনন্দ উপভোগ করিতেছি। আমরা বিভিন্ন কমিনিটি সোসাইটি সব সংস্থা যদি একত্রিত হয়ে বৃহৎ কোনো পরিকল্পনা করে মানবতার সেবায় মানব কল্যাণের জন্য, ভালো ভালো পদক্ষেপ নিতে পারতাম, নিশ্চয় সমাজ সেবার আরও সুযোগ উন্মুচিত হত। আমরা যেভাবে উন্নত দেশে বসবাস করে নিজেদের বিনোদন ও একত্রিত হয়ে পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে যথাসাধ্য উপভোগ করছি। কিন্তু দুঃখের বিষয় এই পৃথিবীতে কোটি কোটি মানুষ তাদের মৌলিক অধিকার পাচ্ছে না, রাজনৈতিক ভাবে তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত। আমরা আমাদের পিকনিক আনন্দ উল্লাসের পাশাপাশি মানব কল্যাণের চিন্তা যোগ করে যদি এগিয়ে যেতে পারি তা হলে আমাদের ইহকাল ও পরকালের মঙ্গল সাঁধিত হবে। আকুল নিবেদন আমাদের জীবনের হাসি আনন্দ উচ্ছাসের সাথে সেই অসহায়ত্বেদের জীবনের কিছুটা চিন্তা মাথায় রেখে জীবন অতিবাহিত করি, নিশ্চয় পরকালের ও কল্যাণ হবে। কবির ভাষায় বলতে হয়, আমি বহু বাসনায় প্রাণপণে চাই, বজ্ঞিত করে বাঁচলে মোরে। এ কৃপা কঠোর সনচ্যিত মোর জীবন ভরে। না চাহিতে মোরে যাহা করেছ দান আকাশ আলোক তনু মন প্রাণ। দিনে দিনে তুমি নিতেছ আমায় সে মহা দানেরই যোগ্য করে। বালাগঞ্জ উসমানী নগরের সকল নেতৃ বৃন্দের প্রতি বিনীত আহ্বান, ত্রুটি বিচ্যুতি থাকবে, আমাদের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আগামী সুন্দর শৃঙ্খলার প্রতিজ্ঞায় আরও সুন্দর মনোরম একত্রিত মিলনমেলা উপহার দিব। আমার ব্যক্তিগত প্রত্যয় ব্যক্ত করছি। কবির ভাষায় আবার বলতে হয়, আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে, সকলের তরে সকলেই আমরা প্রত্যেকেই মোরা পরের তরে। সুন্দর হউক বালাগঞ্জ উসমানী নগরের আগামী পথযাত্রা সকলের উজ্জ্বল ভবিয্যত কল্যাণ হউক সেই প্রার্থনা রহিল।

লেখক: আমেরিকা প্রবাসী সমাজসেবক