অনলাইন ডেস্ক:
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষার সময় বন্যার বিষয়টি আমাদের বিবেচনায় রয়েছে। যেসব এলাকায় বন্যা ছড়িয়ে পড়বে সেখানে পরীক্ষা হবে না।
বুধবার (৫ জুন) এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সভা শেষে এক সাংবাদিকের করা প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
শিক্ষামন্ত্রী বলেন, আমরা পরীক্ষার কেন্দ্র বিবেচনায় প্রস্তুতি নিয়েছি। এখন আমরা বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করব। পরীক্ষা যেসব এলাকায় স্থগিত করতে হবে, সেখানে পরবর্তীতে পরীক্ষা নেওয়া হবে।
অন্যদিকে কোচিং সেন্টার বন্ধ নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ৩০ জুন। এ উপলক্ষে আগামী ২৯ জুন থেকে ১১ আগস্ট পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।
প্রথমবাংলানিউজডটকম/ডেস্ক/এইচআর-৭