[t4b-ticker]
সংগৃহিত ছবি
হবিগঞ্জ সংবাদদাতাঃ

আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ, সংসদ সদস্যের বাসভবন, সরকারি স্থাপনা ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরকারী বিএনপি-জামায়াত নেতাকর্মীদের গ্রেপ্তার দাবিতে হবিগঞ্জে বিক্ষোভ করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। শনিবার (৩ আগস্ট) দুপুরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জেলা শহরে এ বিক্ষোভ মিছিল বের করেন।

এর আগে হবিগঞ্জ শহরের শিরীষতলায় প্রতিবাদ সমাবেশ হয়। পরে সেখান থেকে বের হওয়া বিক্ষোভ মিছিল পুরো শহর প্রদক্ষিণ করে।

সমাবেশে জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনে আসা শিক্ষার্থীদের মধ্যে ঢুকে বিএনপি-জামায়াত ও শিবিরের চিহ্নিত ক্যাডাররা হবিগঞ্জে যে হত্যা এবং তাণ্ডব ঘটিয়েছে তা ন্যক্কারজনক। কোটাবিরোধী আন্দোলনের দাবিগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেনে নিয়েছেন। এখন সমন্বয়কদের নাম ব্যবহার করে মিথ্যা কর্মসূচি দেওয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের আন্দোলন কোমলমতি শিক্ষার্থীদের বিরুদ্ধে নয়; একাত্তরের রাজাকার ও জামায়াত-শিবিরের বিরুদ্ধে।

যুবদল-ছাত্রদল ও জামায়াত-শিবিরের নেতারা মুখে কাপড় বেঁধে হবিগঞ্জে তাণ্ডব চালিয়েছেন। সচেতন নাগরিকদের সঙ্গে নিয়ে আওয়ামী লীগ তাদের প্রতিহত করেছে।’ 

তিনি আরো বলেন, ‘আমরা কারো ওপর আক্রমণ করতে চাই না। কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীদের অফিস, দোকানপাট ও সরকারি স্থাপনায় আক্রমণ করা হলে আওয়ামী লীগ তা প্রতিরোধ করবে।

হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরীর সঞ্চালনায় সমাবেশ ও বিক্ষোভ মিছিলে দুই সহস্রাধিক নেতাকর্মী অংশ নিয়েছেন।