অনলাইন ডেস্ক:
এক যুগ আগে ২০১১ বিশ্বকাপের ফাইনালে মুম্বাইয়ের ওয়াংখেড়েতে শ্রীলঙ্কাকে হারিয়ে শিরোপা উল্লাস করেছিল ভারত। এবার সেই ভেন্যুতেই লঙ্কানদের বিপক্ষে মাঠে নেমেছে রোহিত শর্মারা। তবে এবার সমীকরণ কিছুটা ভিন্ন।
আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে প্রথম দল হিসেবে শেষ চার নিশ্চিতের লক্ষ্যে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে বিরাট কোহলি ও গুভমান গিলের ১৮৯ রানের বিধ্বংসী জুটিতে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩৫৭ রানের পাহাড় সমান পুঁজি দাঁড় করিয়েছে ভারত।