[t4b-ticker]

সংবাদদাতাঃ

দক্ষিণ সুরমার জালালাপুরস্থ আনিলগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য গাছের চারা উপহার দিল ভূমিসন্তান বাংলাদেশ। প্রত্যেক শিক্ষার্থীকে দুটি করে চারশ গাছের চারা উপহার দেওয়া হয়। এ সময় স্কুল কর্তৃপক্ষ গাছের চারা রোপন ও পরিচর্যাকারী শিক্ষার্থীদের বিশেষ পুরস্কার দেওয়া ঘোষণা দেন।

রোববার (১২ মে) বেলা আড়াইটায় স্থানীয় কে বি স্পোর্টিং ক্লাব ও যুক্তরাজ্য প্রবাসী মাশহুদুর রহমান শাওনের সার্বিক সহযোগিতায় স্কুলপ্রাঙ্গনে বৃক্ষরোপন, বিতরণ ও পরিবেশ বিষয়ক সচেতনতা কর্মসূচি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আনিলগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখলাকুল আম্বিয়া বাতিনের সভাপতিত্বে ও যুক্তরাজ্য প্রবাসী মাশহুদুর রহমান শাওনের সঞ্চালনায় অনুষ্ঠানে পরিবেশ সুরক্ষা ও ভবিষ্যত বসবাসযোগ্য পৃথিবী গড়তে বৃক্ষরোপন ও পরিচর্যার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন, ভূমিসন্তান বাংলাদেশের প্রধান সমন্বয়ক, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের (ইমজা) সাবেক সভাপতি মোহাম্মদ আশরাফুল কবির।

আশরাফুল কবির বলেন, ‘উন্নত জীবনের নামে নগরায়নের ফলে আমরা প্রতিনিয়ত গাছ কাটছি, বন, পাহাড়-টিলা উজাড় করছি। এর বিপরীতে বিরূপ প্রকৃতির দেখা মিলছে। সম্প্রতি দেশে তাপপ্রবাহসহ নানা প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতে হয়েছে। সুতরাং, পরিবেশ-প্রতিবেশ রক্ষায় এখনই সচেতন হতে হবে। অন্যথায় ভবিষ্যতে প্রকৃতি আরও ভয়ঙ্কর হতে পারে।’

স্কুল শিক্ষার্থীদের পরিবেশ রক্ষায় অংশ নেওয়া, প্রত্যেককে গাছ লাগানো ও পরিচর্যার পাশাপাশি পরিবেশ নষ্ট করলে তার প্রতিবাদে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

স্কুলের প্রধান শিক্ষক আখলাকুল আম্বিয়া বাতিন বৃক্ষরোপন ও পরিবেশ সুরক্ষার গুরুত্ব আলোচনা করে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, যারা গাছ লাগিয়ে সঠিক পরিচর্যা করবে তাদেরকে পুরস্কৃত করা হবে। এ জন্য প্রতি কৃষি শিক্ষার সহকারী শিক্ষক সফির উদ্দিনের নেতৃত্বে পরিদর্শন টিম গঠন করার কথাও জানান তিনি। এ ক্ষেত্রে অভিভাবকদেরও পরিবেশ সচেতন হওয়ার আহ্বান জানান প্রধান শিক্ষক।

অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন, স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ জাহের আহমদ, সহকারী শিক্ষক (কৃষি শিক্ষা) সফির উদ্দিন, সহকারী শিক্ষক (ইসলাম শিক্ষা) আনোয়ার হোসেন, ভূমিসন্তান বাংলাদেশের সমন্বয়ক, সিলেট প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক শুয়াইবুল ইসলাম, মাহবুবুর রহমান রাসেল, স্কুল পরিচালনা কমিটির সদস্য আব্দুল মালিক, ডলি শান্তা, কে বি স্পোর্টিং ক্লাবের সভাপতি মুরাদ আহমদ সুহিম, সালমান আহমদ, তারেক আহমদ, জালাল আহমদ, জাহাঙ্গীর আলম, নাট্যকর্মী রাজ দেবনাথ প্রমুখ।

পরে, শিক্ষার্থীদের মাঝে গাছের প্রায় চারশ চারা বিতরণ করা হয় এবং স্কুলপ্রাঙ্গনে ফলজ, ঔষধি ও বনজ গাছের চারা রোপন করা হয়।