অনলাইন ডেস্ক:
ভ্রমণ ভিসায় বিদেশ গিয়েছেন তারা। এরপর রমজানের মধ্যে শুরু করেছেন ভিক্ষাবৃত্তি। এমন অভিযোগের ভিত্তিতে দুই শতাধিক বিদেশিকে গ্রেপ্তার করেছে সংযুক্ত আরব আমিরাত। বুধবার (২৭ মার্চ) খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দুবাই পুলিশ জানিয়েছে, তারা রমজানের প্রথম দুই সপ্তাহে ২০২ ভিক্ষুককে আটক করেছে। পবিত্র রমজান মাসে ভিক্ষাবৃত্তির অভিযোগে তাদের আটক করা হয়েছে।
দুবাই পুলিশের গোয়েন্দা ও অপরাধ বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার আলি সালেম আল সামশি জানান, জনগণের সহানুভূতির সুযোগ নিয়ে দ্রুত অর্থ আয় করার জন্য তারা ভিক্ষায় জড়িয়ে পড়েছেন। এ কাজে জড়িয়ে পড়াদের বেশিরভাগ ভ্রমণ ভিসায় দেশটিতে গিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে ১১২ জন পুরুষ ও ৯০ জন নারী রয়েছেন।
দুবাই পুলিশের তথ্যমতে, আইন ভঙ্গ করে ভিক্ষাবৃত্তিতে জড়িয়ে এসব ব্যক্তি অপরাধ করেছেন। এজন্য তাদের সর্বনিম্ন ৫ হাজার দিরহাম জরিমানার বিধান রয়েছে। যা বাংলাদেশি টাকায় দেড় লাখ টাকার সমান। একইসাথে এসব ব্যক্তিকে সর্বোচ্চ তিন মাসের সাজার বিধান রয়েছে। এছাড়া যারা ভিক্ষাবৃত্তির জন্য সংগঠিত ও বিদেশ থেকে লোক নিয়ে আসে তাদের সর্বনিম্ন ছয় মাসের কারাদণ্ড এবং এক লাখ দিরহাম জরিমানার বিধান রয়েছে।
দুবাই পুলিশের এ কর্মকর্তা সন্দেহভাজন ভিক্ষুক কাউকে দেখলে তাদের অবহিত করার অনুরোধ করেছেন। তিনি জানান, বেশিরভাগ ভিক্ষুকই মিথ্যা গল্পের মাধ্যমে মানুষের সঙ্গে প্রতারণা করে থাকেন।