অনলাইন ডেস্ক
বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাম) আসনে আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রোববার (৩ ডিসেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাইবাছাইয়ের সময় প্রয়োজনীয় কাগজপত্র ও সঠিক তথ্য উপস্থাপন না করায় তার মনোনয়ন বাতিল করা হয়। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে বিষয়টি মানতে পারেননি হিরো আলম। জানা গেছে, আপিলের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এ বিষয়ে কালবেলাকে তিনি বলেন, আপিলের সিদ্ধান্ত নিয়েছি। খুব শিগগিরই আপিল করব।
হিরো আলম আরও বলেন, ‘প্রতি বছরই বাতিল হয়। এটা কোনো বিষয় নয়’।