[t4b-ticker]
গীতি কাব্য
মরলে পরে বুঝবা তুমি
কি হারাইলাম রতন।
মাথা থেকে চাঁদ গেলে
বুঝবা দুনিয়াটা কেমন।।
সময় থাকতে সঠিক রাস্তায়
করো বন্ধু আগমন।
মরলে পরে চইলা যাইবো
পাবেনা মোর মতন আপন।।
টাকা পয়সা রং তামাশা
থাকবেনা চির সর্বক্ষণ।
শান্তি তোমার চইলা যাইবো
হায় হুতাশে যাইবো জীবন।।
ভয় ভীতি, জীবন নীতি
মামলা নয় আপন।
যার জন্য বিপদ আনো
সে তোমার বিপদক্ষণ।।
বিশ্বাস বড় শক্ত জিনিস
রাখো বিশ্বাস মনেক্ষণ।
সন্দেহ বাতিক পরিহারে
শান্তি হবে জীবনধন।।
চলা ফেরায় ভুল বুঝলে
ক্ষমা করো বন্ধুজন।
হিংসা নিন্দা পরিহার কর
হবে মানুষের আপনজন।।
(কবি ও সাংবাদিক)