দেশব্যাপী বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মশাল মিছিল করেছে মিরসরাই উপজেলা ছাত্রদল।
বুধবার (২২ নভেম্বর) সন্ধ্যায় দলের কর্মসূচির অংশ হিসেবে এই মশাল মিছিল বের করেন বিএনপির নেতাকর্মীরা।
মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন বলেন, দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যানের নেতৃত্বে মশাল মিছিল করেছে বিএনপিসহ অঙ্গসহযোগী সংগঠনের সদস্যরা। অবৈধ তপশিল বাতিল, সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে ৬ষ্ঠ দফায় বিএনপির ডাকা টানা ৪৮ ঘন্টা অবরোধের সমর্থনে এ কর্মসূচি পালন করা হয়েছে।
জোরারগঞ্জ থানার ওসি জাহিদ হোসেন জানান, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া অবরোধের প্রথমদিন শেষ হয়েছে। মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ-বিজিবি সদস্যরা মোতায়েন রয়েছে।