[t4b-ticker]
মাধবপুরে ১৪ কেজি গাঁজাসহ আটক ২

মাধবপুর প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুরে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বহরা ইউনিয়নের সীমান্তবর্তী ঘিলাতলি আখড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক দুই মাদক কারবারির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আটককৃত শিপন মিয়া মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের কালিকাপুর গ্রামের আবুল হোসেন এর পুত্র ও মো. শাহীন মিয়া সাদ্দাম একই এলাকার মো. সফর উদ্দিন এর পুত্র।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো. রাকিবুল ইসলাম খান জানান, মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো: হুমায়ুন কবির এর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বহরা ইউনিয়নের সীমান্তবর্তী ঘিলাতলি আখড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ মো. শিপন মিয়া ও শাহীন মিয়া নামে দুই মাদক কারবারিকে আটক করে।