অনলাইন ডেস্কঃ
সারা দেশে কোটাবিরোধী আন্দোলনের কর্মসূচী হিসেবে শিক্ষার্থী আন্দোলনের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশের বিশেষ টিম ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি)।
এদিকে, ক্যাম্পাসে প্রবেশ করতে না পেরে আন্দোলনরত শিক্ষার্থীরা বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল সোয়া এগারোটা থেকে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে অবস্থান নিয়েছে। তীব্র গরমকে উপেক্ষো করে শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান নিয়ে কোটা, সরকার ও পুলিশবিরোধী নানা স্লোগান দিচ্ছে। শিক্ষার্থীদের দাবী, তাদের ক্যাম্পাসে তারা থাকবে, পুলিশ কেনো?
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ক্যাম্পাসের বিভিন্ন রাস্তা ও মোড়ে অবস্থান নিয়েছে পুলিশ। এসময় শিক্ষার্থীরা গেইটে জড়ো হয়ে শ্লোগান দিতে থাকে। কিছু শিক্ষার্থী ক্যাম্পাসের অভ্যন্তরে প্রবেশ করতে চাইলে তাদের বাঁধা দেয় পুলিশ। এর প্রেক্ষিতে পুলিশের সাথে ধস্তাধস্তিতে লিপ্ত হয় শিক্ষার্থীরা। পুলিশের বাঁধার মুখে ক্যাম্পাসে প্রবেশ করতে না পেরে ফিরে যায় তারা।
নাম প্রকাশ না করে আন্দোলনরত এক শিক্ষার্থী জানান, সকাল সাড়ে ছয়টা থেকে বিভিন্ন হলের সামনে পুলিশ সদস্যরা অবস্থান নেন। এরপর পুলিশ তাদের হল থেকে বের করে দেয়।
তবে, আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতি সতর্ক দৃষ্টি রাখছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনী। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিশেষ টিম ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি)। ক্যাম্পাসের বিভিন্ন রাস্তা ও মোড়ে অবস্থান নিয়েছে পুলিশ।
এবিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ সিলেট প্রতিদিনকে বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।
Shuvo