ঈদ সামনে রেখে সিনেমা মুক্তিতে ব্যস্ত হয়ে পড়েছে সিনেমাপাড়া। শুরু হয়ে গেছে প্রচার কার্যক্রম। মুক্তি পাচ্ছে বিভিন্ন সিনেমার গান ও ট্রেলার। এবার ঈদে মুক্তির তালিকাও আগের ঈদগুলো থেকে দীর্ঘ। তাই যার যার সিনেমা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন অভিনেতা-অভিনেত্রীরাও। এই তালিকায় আছেন শবনম ইয়াসমিন বুবলীও।
এবারের ঈদে শবনম ইয়াসমিন বুবলীর দুটি সিনেমা মুক্তি পাচ্ছে। মিশুক মনির পরিচালিত সরকারি অনুদানে সিনেমা ‘দেয়ালের দেশ’। অন্যটি জসিম উদ্দিন জাকির ‘মায়া : দ্য লাভ’। দুটি সিনেমার প্রচারণা নিয়েই অভিনেত্রী এখন ব্যস্ততার মধ্যে আছেন।
নিজের সিনেমাগুলো নিয়ে বুবলী সম্প্রতি কালবেলার মুখোমুখি হন। কথা বলেন ঈদের সিনেমাটিক যুদ্ধ নিয়ে। শুরুতেই তিনি বলেন, ‘এবারের ঈদে অনেক সিনেমা মুক্তি পাচ্ছে। সব সিনেমাই দুর্দান্ত। আমি আশাবাদী। তবে একটি বিষয় নিয়ে আমি একটু চিন্তিত সেটি হলো। আমাদের হলের সংখ্যা তো একেবারেই অল্প। এত সিনেমা তাহলে কীভাবে চলবে। এ বিষয়টি নিয়ে সবার আগেই ভাবা উচিত ছিল বলে আমি মনে করি। মুক্তির পর হল না পেলে তখন বিষয়টি কেমন হবে। তাই সিনেমাগুলো ধাপে ধাপে মুক্তি দিলে মনে হয় ভালো হতো। তবে এ বিষয়ে শিল্পীদের কিছু করার থাকে না। প্রযোজক পরিচালকই সিদ্ধান্ত নেয়। আমার মতে এমন হলে ভালো হতো।’
বুবলী ‘দেয়ালের দেশ’ সিনেমায় জুটি বেঁধেছেন অভিনেতা শরিফুল রাজের সঙ্গে। ইতোমধ্যেই গানে তাদের ক্যামিস্ট্রি দর্শক মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। এ ছাড়া ‘মায়া : দ্য লাভ’ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন ভাই, সাইমন সাদিক ও রোশান