অনলাইন ডেস্ক:
সুচিকিৎসা ও ক্ষতিপূরণের দাবিতে রাজধানীর শ্যামলী শিশুমেলা মোড়ে অবস্থান নিয়ে আজও বিক্ষোভ করছেন আন্দোলনে আহতরা। রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে এই কর্মসূচি শুরু হয়।
এ সময় শিশু মেলার সামনের প্রধান সড়ক বন্ধ করে দেয় বিক্ষোভকারীরা। ফলে মিরপুর রোডে যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে।
বিক্ষোভকারীরা বলেন, ক্ষতিপূরণ দেয়ার কথা বলা হলেও এখনও আমাদের তা দেয়া হয়নি। পাশিপাশি পুনর্বাসনের প্রতিশ্রুতিও পূরণ হয়নি। এ সময় রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়ার দাবিও জানান আহতরা।
এর আগেও সুচিকিৎসা, ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে একাধিকবার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আন্দোলনে আহতরা। সবশেষ গতকাল শনিবার দিবাগত রাতে রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনের সড়কের অবরোধ করেন তারা।
Rayhan