[t4b-ticker]
সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করবে নবীগঞ্জ প্রেসক্লাব

নবিগঞ্জ সংবাদদাতা:

প্রেসক্লাবের সদস্য ও সাংবাদিকদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করবে নবীগঞ্জ প্রেসক্লাব।

শুক্রবার বিকেলে নবীগঞ্জ প্রেসক্লাবের নব-নির্বাচিত বিজয়ী নেতৃবৃন্দ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে দেখা করেন। এসময় নবীগঞ্জ প্রেসক্লাব তথা সাংবাদিকদের উন্নয়নে সবাই সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন ।

এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন- কুর্শি ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান, নবীগঞ্জ প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি এম এ আহমদ আজাদ, প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনোয়ার হোসেন মিঠু, এম এ বাছিত, নব-নির্বাচিত সহসভাপতি এম এ মুহিত, সাধারণ সম্পাদক মো. সেলিম তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী, অর্থ সম্পাদক মো. শওকত আলী, নির্বাহী সদস্য শাহ সুলতান আহমেদ, উত্তম কুমার পাল হিমেল, প্রবাসী সাংবাদিক মতিউর রহমান মুন্না, সলিল বরণ দাশ, ছনি আহমেদ চৌধুরী প্রমুখ।

নির্বাচিত নেতৃবৃন্দ ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ফুলেল মালা দিয়ে একে অপরকে বরণ করে নেন।