[t4b-ticker]

সুনির্মল সেন :

সাংবাদিকতার মতো মহৎ পেশায় যারা দীর্ঘদিন যাবত সংশ্লিষ্ট রয়েছেন, এর শুভ -অশুভ দিক সম্বন্ধে অবশ্যই অবগত আছেন। যারা এ পথের নতুন যাত্রী তাদের কাছে আমার বিশেষ আবেদন। তারা যেনো সর্বপ্রকার প্রলোভনের উর্ধ্বে থেকে এই মহান পেশার গৌরবময় ঐতিহ্যকে সমুন্নত রাখেন।

 

আজীবন আদর্শের অনুসারী হয়ে সৎ জীবন-যাপনে অনেক কষ্ট। এর অবশ্যম্ভাবী পরিণতি শুধু সাদামাঠা জীবন-যাপনই নয়, এমন কি অর্থনৈতিকভাবে চরম দুর্গতিও।

 

তবে সৌভাগ্যের বিষয় হলো- সত্যকে তুলে ধরতে যারা সংগ্রাম করে, সমাজ এবং মানবতাকে যারা এগিয়ে নিয়ে যেতে সচেষ্ট থাকে তাদেরকে সমাজের নীরব সংখ্যাগরিষ্ঠ অংশ অবশ্যই শ্রদ্ধার চোঁখে দেখে।

 

একটা কথা না বলেই পারছিনা!অনেকের হয়তো খারাপ লাগতে পারে। বলি, সাংবাদিকতা যদি করতে হয় তাহলে পেশাগত সাংবাদিকতায় এগিয়ে আসুন। সংবাদ পঠন, সংবাদ গঠন (রিপোর্ট বানানো) করতে শিখতে হবে।

 

ব্যবসা বাণিজ্য করে সাংবাদিকতা হয় না। মনে রাখবেন টাকা আর জ্ঞান সমান্তরাল ভাবে চলতে পারে না। তাই- এই দুই পথ থেকে এক পথ বেঁচে নিতে হবে সাংবাদিকতা করতে হলে। মহৎ সাংবাদিকতা করতে হলে জ্ঞানের পথে আসতে হবে। নতুনদের প্রতি বলি, “তিনযুগ সাংবাদিকতা করেও অনুভব করি আজও অনেক কিছু শিকার রয়েছে, হতে পারেনি আজও সাংবাদিক।”

 

লেখক : কবি ও সাংবাদিক।