[t4b-ticker]
সাংবাদিক আব্দুল ওয়াহেদ খান’র মৃত্যূতে সিসকপ- এর শোক

নিজস্ব প্রতিবেদক:

সিলেটের প্রবীণ সাংবাদিক দৈনিক জালালাবাদী, সাপ্তাহিক সিলেট সমাচার পত্রিকার সম্পাদক ও জালালাবাদ একাডেমীর পরিচালক আব্দুল ওয়াহেদ খান এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট সাংবাদিক কল্যাণ পরিষদ (সিসকপ) নেতৃবৃন্দ।

 

 

সোমবার (৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় সিসকপের সভাপতি কবি ও সাংবাদিক সুনির্মল সেন, সাধারণ সম্পাদক ও ফাল্গুনি টিভি’র সিলেট প্রতিনিধি সাংবাদিক  কামরুল হাসান জুলহাস সহ  নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের  প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। নেতৃবৃন্দরা বিবৃতিতে বলেন, সাংবাদিক আবদুল ওয়াহেদ খান এর শুন্যস্থান পুরণ হবার নয়।

 

 

আবদুল ওয়াহেদ খান সিলেট সিটি কর্পোরেশনের ২৫নং ওয়ার্ডের বারখলায় জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম আব্দুল আজিজ খান।
সিলেটের সাংবাদিকতা অঙ্গনের উজ্জ্বল মুখ ওয়াহেদ খান ১৯৭২ সাল থেকে ১৯৭৮ সাল পর্যন্ত বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর সিলেট ব্যূরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ১৯৬২ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত তিনি দৈনিক ইত্তেফাকে ঢাকায় কাজ করেন।

 

প্রয়াত আব্দুল ওয়াহেদ খান  সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও  সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা, পরিচালনার সঙ্গে সম্পৃক্ত   ছিলেন। তিনি সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (কেমুসাস) এর সাবেক সাধারণ সম্পাদক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।

 

উল্লেখ্য, বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) আব্দুল ওয়াহেদ খান রাত ১১টা ৫০ মিনিটে একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। তিনি স্ত্রী নাজনীন হক খান সহ দুই মেয়ে এক ছেলে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।