কণ্ঠশিল্পী সিঁথি সাহা ও মাহতিম শাকিবের কণ্ঠে নতুন গান ‘তুই ফিরে এলে’ প্রকাশিত হয়েছে। কলকাতার গীতিকার প্রসেনের লেখায় গানটির সুর ও সংগীত করেছেন সাজিদ সরকার।
রাফাত মজুমদার রিংকুর ‘ইতিবৃত্ত’ নাটকের গান এটি। পর্দায় আছেন ইয়াশ রোহান ও দর্শনা বণিক।
সিঁথি বলেন, ‘দারুণ কথা ও সুরের একটা গান। গাওয়ার সময় খুব উপভোগ করেছি। অপেক্ষায় ছিলাম গানটি প্রকাশিত হওয়ার জন্য। অবশেষে গতকাল প্রকাশিত হলো।