[t4b-ticker]

নিজস্ব প্রতিবেদক :

প্রথম বাংলা নিউজ ডটকম সম্পাদক ও প্রকাশক মো: আব্দুল আজিজ (লয়লু) এর শ্বশুর সিলেটের বিশ্বনাথ উপজেলার একাভিম (গহরপুর) নিবাসী সিরাজুল ইসলাম (রেনু মিয়া) মৃত্যুবরণ করেছেন ।

শুক্রবার ( ২২ মার্চ) সকাল ৮ টা ৪৫মিনিটে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্য   জনিত  রোগে তিনি  শেষ   নি:শ্বাস ত্যাগ করেন।

ইন্না-লিল্লাহ রাজেউন –মৃত্যুকালে সিরাজুল ইসলাম (রেনুমিয়া)এর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ছেলে, মেয়ে, নাতি- নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে মৃত্যু বরণ করেন।

সিরাজুল ইসলাম (রেনু মিয়ার) রেনুমিয়ার মৃত্যুতে প্রথমবাংলা নিউজ ডটকম পরিবার শোক জানিয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।