নিজস্ব প্রতিবেদকঃ
সিলেটে আবাসিক হোটেলে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে নারীসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে ৩জন নারী ও ৩জন পুরুষ রয়েছেন।
সোমবার রাতে এসএমপির মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
আটককৃতরা হলো : নেত্রকোনা জেলার বল্লি গ্রামের মৃত মো: সামছুল হকের ছেলে মো: মাছুম মিয়া (২৬), সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর দক্ষিণভাগ গ্রামের বেলাল আহমদের ছেলে বাবলা আহমেদ (১৮), মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সরইবাড়ি গ্রামের মো: আবুল খায়েরের ছেলে মো. সবুজ মিয়া (২৭), নোয়াখালীর সোনাইমুড়ি থানার সংগাও গ্রামের মৃত কাসেমের মেয়ে সাথী বেগম (২২), কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার চরপাড়া গ্রামের হারুনুর রশিদের মেয়ে মাহি আক্তার (২২) ও ঝিনাইদহদের কালিগঞ্জের সানমানন্দা গ্রামের আশিকের স্ত্রী রুমা আক্তার রিংকী (২৮)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে সিলেট নগরীর সুরমা মার্কেটের হোটেল মেঘনা আবাসিকে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। তারা রোজার দিনেও আবাসিক হোটেলকে পতিতালয় হিসেবে ব্যবহার করে পতিতাবৃত্তি করে আসছে। পরে তাদের বিরুদ্ধে এসএমপির কোতোয়ালী মডেল থানায় মামলা (নং-৪৫) দায়ের করা হয়।
এ ব্যাপারে সত্যতা নিশ্চিত করেন এসএমপির মিডিয়া অফিসার এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম।