[t4b-ticker]
সিলেটে একবছরে ৪৮ জনের এইডস শনাক্ত

অনলাইন ডেস্ক:

সিলেটে চলতি বছরের নভেম্বর পর্যন্ত ৪৮ জন এইচআইভি রোগী সনাক্ত হয়েছে। এছাড়া জেলায় জেলায় বর্তমানে ৩৬১ জন এইচআইভি রোগী চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (১ ডিসেম্বর) বিশ্ব্এইডস দিবসের আলোচনা সভায় এসব তথ্য জানানো হয়।

‘কমিউনিটির আমন্ত্রণ, এইডস হবে নিয়ন্ত্রণ’ এই প্রতিপাদ্য সামনে রেখে ১ ডিসেম্বর প্রতিবছরের মতো সিলেট সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে উদযাপিত হয় বিশ্ব এইডস দিবস ২০২৩।

সকাল সাড়ে ১০টায় সিলেট জেলার সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী এবং সিলেট বিভাগের বিভাগীয় পরিচালক ( স্বাস্থ্য ) ডা. মোঃ হারুন অর রশিদ এর নেতৃত্বে নগরীতে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সিভিল সার্জন কার্য্যালয়ে গিয়ে শেষ হয়।

র‌্যালি পরবর্তীতে সিলেট সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিলেটের সিভিল সার্জন সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগের বিভাগীয় পরিচালক ( স্বাস্থ্য ) ডা. মোঃ হারুন অর রশিদ।

মেডিকেল অফিসার ডা.মাইমুন নাহার নাসরিন এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য প.প. কর্মকর্তা ডা.মোঃ মঈনুল আহসান, সিলেট সদর উপজেলা স্বাস্থ্য প.প. কর্মকর্তা ডা. আহমদ সিরাজুম মুনির, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আহমদ শাহরিয়ার, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার সুজন বণিক, ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুল বাতিন ফয়সল, শৈলন্দ দেবনাথ, বন্ধু ওয়েলফেয়ার সোসাইটির জহির আহমদ, আব্দুল আলী বাবলু প্রমূখ।

আলোচনা সভায় বাংলাদেশ এবং সিলেট জেলার তথ্য উপাত্ত নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মেডিকেল অফিসার টু সিভিল সার্জন ডা. স্বপ্নীল সৌরভ রায়।