অনলাইন ডেস্ক:
ইসির জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে সারাদেশে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতাল চলছে। মহানগরীতে যান চলাচল অনেকটাই স্বাভাবিক। সিলেটে আন্তজেলায় কিছু বাস চলতে দেখা গেলেও তাতে যাত্রীর উপস্থিতি তুলনামূলক কম। এছাড়া সিলেট থেকে ছেড়ে গিয়েছে দূরপাল্লার কিছু বাস।
হরতালের প্রথম দিন রোববার (১৯ নভেম্বর) সকালে মহানগরীতে যান চলাচল কিছুটা কম ছিল। এতে বিপাকে পড়তে হয়েছে অফিসগামী যাত্রীদের। তবে বেলা বাড়ার সাথে সাথে রাস্তায় বাড়তে থাকে যানবাহনের সংখ্যা। স্বাভাবিক হতে শুরু করে জনজীবন।
হরতালের প্রথম দিনের সকালে সিলেটের এয়ারপোর্ট রোড ও টুকের বাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে বিএনপি। এয়ারপোর্ট এলাকায় ছাত্রদলের কর্মীরা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করার চেষ্টা করে। কিছু সময় সড়কে অবস্থান নিয়ে সরকার বিরোধী শ্লোগান দেন নেতাকর্মীরা। পুলিশ আশা মাত্রই পালীয়ে যায় আন্দোলনকারীরা।
এদিকে সকালে টুকেরবাজার এলাকায় বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল। এছাড়া নগরীর সুবিদ বাজার এলাকায় দাঁড়িয়ে থাকা একটি লেগুনার গ্লাস ভাঙ্গে দুর্বৃত্তরা।
হরতালের প্রভাবে দূরপাল্লার বাস চলাচলও সীমিত ছিল। সরেজমিনে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল অনেকটা ফাঁকা দেখা গেছে। পরিবহন শ্রমিকরা জানান, কাউন্টারগুলোতে যাত্রী উপস্থিতি কম। সিলেট থেকে দূরপাল্লার কয়েকটি বাস ছেড়ে গেছে।
এদিকে, সড়ক পথে নিরাপত্তায় সিলেট মহানগরীতে প্রতিটি মোড়ে মোতায়েন কয়েছে পুলিশ। সকাল থেকে নগরীর সড়কগুলোতে পুলিশ সদস্যদের টহল দিতে দেখা গেছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ শেষে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে হরতালের ঘোষণা দেন। এ সময় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য সরকারের ওপর চাপ সৃষ্টি করতে ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুলসহ গ্রেপ্তারকৃত সব নেতাকর্মীর মুক্তির জন্য হরতাল পালনের ঘোষণা দেন তিনি।