[t4b-ticker]

নিজস্ব প্রতিবেদকঃ

সিলেটে ১৭ লক্ষাধিক টাকার আরেকটি ভারতীয় চিনির চালান জব্দ করা হয়েেছে।  

আজ বুধবার (১৭ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানার শাহপরাণ মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা অভিযান চালিয়ে চিনি এই চালান জব্দের পাশাপাশি চিনি পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করেছে। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুই চোরাকারবারীকে।

সিলেট মহাগর পুলিশের গণমাধ্যম শাখা জানিয়েছে, ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শাহপরাণ মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দাসপাড়া সিএনজি পাম্পের বিপরীতে পাকা রাস্তায় চেকপোস্ট স্থাপন করে।

এসময় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে তারা ২৯০ বস্তা ভারতীয় চিনি জব্দ করে।  জব্দকৃত চিনির পরিমাণ প্রতিবস্তায় ৪৯ কেজি হিসাবে ১৪ হাজার ২৯০ কেজি যার বাজার মূল্য ১২০ টাকা কেজি দরে ১৭ লাখ ৫ হাজার ২০০ টাকা।

গ্রেফতারকৃতরা হলেন,  নওগাঁ জেলার মান্দা থানার কালিকাঁপর  ইউনিয়নের চকরামাক্রান্ত গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. মানিক ও চকভোলাই গ্রামের শফিকুল ইসলামের ছেলে মো. মোস্তফা।

পুলিশী জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে, এই চিনি জৈন্তাপুর থানার হরিপুর বাজার থেকে হরিপুর গ্রামের জনৈক জাহাঙ্গীর ঢাকায় পাঠাচ্ছিলেন।

এসময় একটি আইটেল মোবাইল সেটও জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলাদায়ের শেষে তাদের আদলতে সপোর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা এডিসি সাইফুল ইসলাম।

 

উল্লেখ্য, এই চিনি জব্দের পরে সকাল সাড়ে ১০টার দিকে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যাণ্ড কলেজের সামনে সিলেট-তামাবিল সড়ক থেকে আরও প্রায় ১৬ লাখ টাকার ভারতীয় চিনি জব্দ করে মহানগর গোয়েন্দা বিভাগ।

এদিকে, সিলেটে ডিবি পুলিশের অভিযানে সাড়ে ১৬ লাখ টাকার ভারতীয় চোরাই চিনিসহ একটি ট্রাক জব্দ করেছে। এসময় আটক করা হয়েছে ২জনকে।

বুধবার (১৭জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের সিলেট ক্যান্টমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ সামন থেকে ট্রাক জব্দ করা হয়।

আটককৃতরা হলেন- চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার বালুচর গ্রামের জামাল উদ্দিনের ছেলে মো.আলমগীর হোসেন (২২) ও একই জেলার গোমস্তাপুর চৌদলা গ্রামের মো. মোস্তফার ছেলে মো.আলীম (২০)।

পুলিশ জানায়, বুধবার(১৭জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরাণ (রহ.) থানাধীন সিলেট-তামাবিল মহাসড়কের সিলেট ক্যান্টমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ সামন থেকে ভারতীয় চিনি বোঝাই ট্রাক জব্দ করা হয়। এসময় ট্রাক থেকে ২৭৫ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। যার বাজারমূল্য সাড়ে ১৬ লাখ টাকা।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আটকৃতদের বিরুদ্ধে শাহপরাণ (রহ.) থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১৬, তারিখ-১৭/০৭/২০২৪খ্রি। আসামীদের পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Shuvo