সিলেট রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা উপবন এক্সপ্রেসের একটি ট্রেনের বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে সিলেট রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।
সিলেট রেলস্টেশন মাস্টার নুরুল ইসলাম বলেন, স্টেশনে দাঁড়িয়ে থাকা উপবন ট্রেনের একটি বগিতে হঠাৎ আগুন দেখতে পেয়ে আমরা দৌড়ে আসি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনেন।
আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি।
সিলেট রেলস্টেশন এর ব্যবস্থাপক মো. নুরুল ইসলাম বলেন ট্রেনের একটি বগিতে আগুন লাগে। ট্রেনের বেশ কয়েকটি সিট পুঁড়ে গেছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করতে কেউ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায়। তদন্ত স্বাপেক্ষে বিস্তারিত বলা যাবে।
রেলওয়ে পুলিশ সুপার জানান, ট্রেনের যে বগিতে আগুন লেগেছে সেটির ভেতরে প্লাস্টিকের দুটি বোতল পাওয়া গেছে। বোতলগুলোতে পেট্রোল ছিল। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন দিয়েছে।
আগুনে বগির ১৬-১৭টি সিট পুড়ে গিয়েছে বলে জানিয়েছেন তিনি।