অনলাইন ডেস্কঃ
চলমান কোটা সংস্কারের দাবীতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা, সাধারণ শিক্ষার্থীদের হত্যা এবং শিক্ষার্থীদের ওপর পুলিশের নির্বিচার হামলার প্রতিবাদে সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির অংশ হিসেবে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করেছেন শাবি শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল সোয়া এগারোটার দিকে তারা সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে ও কোটাবিরোধী বিভিন্ন স্লোগানের পাশাপাশি পুলিশের বিরুেদ্ধে নানা স্লোগান দিতে থাকে।
এর আগে, সকাল নয়টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশ করলে তাদের বের করে দেন পুলিশ সদস্যরা। এরপর সকাল এগারোটার দিকে ফের শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে তাদের সাথে পুলিশের হালকা ধস্তাধস্তির ঘটনা ঘটে।
এরপর সকাল সোয়া এগারোটার দিকে শিক্ষার্থীরা সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে অবস্থান নেয়।
এবিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ সিলেট প্রতিদিনকে বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।
Shuvo