অনলাইন ডেস্ক ঃ
সুনামগঞ্জের মধ্যনগরের হাওর থেকে অজ্ঞাতনামা এক বৃদ্ধের (৬৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৭ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মধ্যনগর সদর ইউনিয়নের গলইখালী গ্রামের নিকটবর্তী সালদিঘার হাওর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে সালদিঘার হাওরে বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করে।
মধ্যনগর থানার ওসি মোহাম্মদ এমরান হোসেন বলেন, মৃত ব্যক্তির পরিচয় সনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। মৃত ব্যক্তির পরিচয় সনাক্তের চেষ্টা চালাচ্ছে।