[t4b-ticker]
খাদ্যসামগ্রীর প্যাকেট হেলিকপ্টারে ওঠাচ্ছেন সেনা সদস্যরা।

অনলাইন ডেস্কঃ

ঢাকা সেনানিবাসের আর্মি এভিয়েশনের রানওয়ে। হাতে হাত মিলিয়ে সেনা সদস্যরা বন্যার্তদের জন্য নানা ধরনের খাদ্যসামগ্রীর প্যাকেট হেলিকপ্টারে ওঠাচ্ছিলেন। রানওয়ের পাশে বড় ট্রাক থেকে অনেক হাত ছুঁয়ে ওই প্যাকেট যাচ্ছে দুটি হেলিকপ্টারে। এরপর এসব সরঞ্জাম পৌঁছে যাবে বন্যা কবলিত প্রত্যন্ত এলাকায়। কয়েক দিনে ধরেই এটাই আর্মি এভিয়েশনে দৃশ্যপট। অতীতের মতো এবার মানবতার সেবায় এগিয়ে এসেছে সেনাবাহিনী।

সেনাবাহিনীর মিলিটারি অপারেশন্সের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম–উদ–দৌলা বলেন, বন্যা দুর্গত ২০ হাজারের বেশি ব্যক্তিকে ইতিমধ্যে উদ্ধার করেছে সেনাবাহিনী। ১৩টি মেডিকেল টিমের মাধ্যমে ২ হাজারের বেশি অসুস্থ মানুষকে দেওয়া হয়েছে চিকিৎসা। এখন পর্যন্ত ৩০ হাজারের বেশি শুকনো খাবারের প্যাকেট ও ৬ হাজারের অধিক ব্যক্তির মধ্যে রান্না করা খাবার পরিবেশন করা হয়। আর্মি এভিয়েশন, বিজিবি, র‌্যাবের হেলিকপ্টারের মাধ্যমে এ পর্যন্ত ৪৮টি ‘হেলি মিশন’ পরিচালনা করা হয়েছে। পাশাপাশি বিমানবাহিনীও উল্লেখযোগ্য সংখ্যক হেলি মিশন পরিচালনা করেছে। মহা কর্মযজ্ঞ সম্পাদনে নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, কোস্টগার্ড, র‌্যাব ও অন্যান্য সংস্থা সেনাবাহিনীকে সার্বিক সহযোগিতা করছে। একই সঙ্গে বিভিন্ন ছাত্র সংগঠন, সংস্থা, ব্যবসায়ী প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী ও সর্বস্তরের জনগণের আন্তরিকতা ও সহমর্মিতা প্রশংসনীয়।

নাজিম উদ–দৌলা আরও বলেন, ‘দুর্গত এলাকায় ভেঙে পড়া মোবাইল যোগাযোগ ব্যবস্থা সচল করতে সেনাবাহিনীর সিগন্যাল কোর বিটিআরসি ও মোবাইল টেলিফোন অপারেটরদের সহায়তা করছে। পানিবন্দি রোগী, অন্তঃসত্ত্বা, প্রবীণ ও শিশুদের অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসা প্রদানে হেলিকপ্টারের মাধ্যমে সিএমএইচ ও অন্যান্য হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। বিশুদ্ধ খাবার পানি ও বিশুদ্ধিকরণ ট্যাবলেট সরবরাহ করা হচ্ছে। পানি যখন নেমে যাবে ত্রাণ কার্যক্রম আরও গতিশীল হবে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উদ্ধার কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে। তবে আমরা আন্তরিকতার সঙ্গে চেষ্টা করছি। উদ্ধার ও ত্রাণ বিতরণ কার্যক্রম চালিয়ে যাব।’

এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন,  বেহাত বা লুট হওয়া অস্ত্র উদ্ধারে অসামরিক প্রশাসন যদি সহায়তা চায় প্রয়োজনে সেই কাজে সেনাবাহিনী সম্পৃক্ত হবে।

আরেক প্রশ্নে নাজিম উদ–দৌলা বলেন, ‘আইন–শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী মোতায়েন ছিল অসামরিক প্রশাসনকে সহযোগিতা করতে, সেই কার্যক্রম পুরোদমে চলমান। অসামরিক প্রশাসন যেভাবে চাচ্ছে আমরা সেভাবে সহযোগিতা অব্যাহত রেখেছি। এই কার্যক্রম বন্ধ হয়নি। এটা সার্বিকভাবে চলমান আছে।’

Shuvo