[t4b-ticker]
সাদিপুরে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির ও আশ্রমের শুভ উদ্বোধন সম্পন্ন

লাকি আক্তার:

সিলেট নগরীর শিবগঞ্জে  শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির ও আশ্রম এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান  সম্পন্ন হয়েছে।

বুধবার ( ২১ ফেব্রুয়ারি ) সকাল ১০টায় নগরীর ২০নং ওয়ার্ডের  শিবগঞ্জস্থ সাদিপুর আবাসিক এলাকায় মন্দির ও আশ্রমের উদ্বোধন করেন- সিলেটের রামকৃষ্ণ মিশন ও আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ।

উক্ত শুভ  উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-শ্রী শ্রী লোকনাথ ভক্ত অনুরাগী পরিষদ’র কার্য নির্বাহী সভাপতি সুকান্ত চৌধুরী (মিঠু), সাধারন সম্পাদক সুকোমল সেন (হরি), সহ- সাধারণ সম্পাদক হিরক দেব (পাপলু), প্রতিষ্ঠাকালিন আহবায়ক কমিটি ও বর্তমান কমিটির অর্থ সম্পাদক সূর্য্যেন্দু সেন (সীমন), সদস্য দেবব্রত ধর উত্তমসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

 

বাবারই কৃপায় দীর্ঘ ১৫ বছর পর অবশেষে আজ  শুভ উদ্বোধন হয়েছে ,সিলেট নগরীর শিবগঞ্জ সাদিপুর আবাসিক এলাকায় অবস্থিত শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দির ও আশ্রমের।

বুধবার (২১ ফেব্রুয়ারী) শ্রী শ্রী লোকনাথ ভক্ত অনুরাগী পরিষদ এর উদ্যোগে সকাল ১০টায় ত্রিকালদর্শী পরমপুরুষ শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার প্রতিকৃতি স্থাপনের মধ্য দিয়ে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দির ও আশ্রমে বিভিন্ন অনুষ্ঠানের প্রাতিষ্ঠানিক পূজাপার্বণ এর যাত্রা  আজ সম্পন্ন হয়েছে।

প্রসঙ্গত, ২০০৮ সালের ২১ নভেম্বর শ্রী সুনির্মল সেনকে আহবায়ক করে সূর্য্যেন্দু সেন, সৌমিত্র সেন, অন্জন ঘোষ, কাঞ্চন লৌহ, মিঠুন দে চৌধুরীকে  সাথে নিয়ে ১১ সদস্য বিশিষ্ট শ্রীশ্রী লোকনাথ ভক্ত অনুরাগী পরিষদ গঠন করা হয়। তারপরে  শ্রীচৈতন্য মহাপ্রভুর অনুসারী প্রয়াত সতীশ চন্দ্র সেন মহাশয়ের বাড়িতে এবং তারই সুযোগ্য সন্তান প্রয়াত শ্রী সুখেন্দু বিকাশ সেনের বাসভবনে অস্থায়ীভাবে শ্রীশ্রী লোকনাথ বাবার প্রতিকৃতি স্থাপনের মাধ্যমে ২০০৮ সালের ২১ নভেম্বর (১৪১৫ বাংলা) থেকে প্রতি শুক্রবার সন্ধ্যায় সমবেত প্রার্থনা সভার ব্যবস্থা করা হয়।

এদিকে, কিছুদিন পর ধীরে ধীরে সাদিপুরের ঐতিহ্যবাহি সেন বাড়িতে অবস্থিত বাবার প্রার্থনালয়ে ভক্তবৃন্দের সমাগম বৃদ্ধি পেতে থাকে। এমতাবস্থায় বৃহত্তর পরিসরে বাবার প্রার্থনা ও পূজা অর্চ্চনা করার প্রয়োজনীয়তা দেখা দেয়।

পরবর্তীতে সকলের সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টায় সাদিপুরে শ্রীশ্রী বাবার স্থার্য়ী প্রার্থনালয়, বাৎসরিক অনুষ্ঠান ও অন্যান্য অনুষ্ঠানাদি সম্পাদনের লক্ষ্যে বিগত ২০১০ সালের ৯ জুলাই পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ও একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।

শ্রীশ্রী লোকনাথ ভক্ত অনুরাগী পরিষদ এর এই কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয় শ্রী সুকান্ত চৌধুরী মহোদয়কে আর এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয় শ্রী সুকোমল সেন মহোদয়কে। এই কমিটি ২০১৮ সালের ১ ফেব্রুয়ারি নতুন মন্দিরের ভিত্তি প্রস্থর স্থাপন করে।

পরবর্তিতে শ্রীশ্রী লোকনাথ ভক্ত অনুরাগী পরিষদ এর সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে সকল নির্বাহী সদস্য, সাধারণ সদস্য ও উপদেষ্টা পরিষদ সহ সকল ভক্তবৃন্দের আর্থিক এবং সার্বিক সহযোগিতায় বাবার মন্দির সুদীর্ঘ ১৫ বছরের পরিক্রমায় যা আজকে স্থায়ী মন্দির রুপে প্রতিষ্ঠিত হয়েছে।