[t4b-ticker]
করিম সংঙ্গীত

সুনির্মল সেন:

মা মাটি উজান ধলে (২)
অমরত্ন পেলে গানের বলে
আমার প্রিয় বিপ্লবী বাউল শাহ, অাব্দুল করিমরে।।
তোমার জন্য কান্দে দেশ কালনী নদীরে।।(২)

যৌবনে ছিলে প্রেমেরধাত্রী- গানের সাথে করলে
পীরিতি(২)
সুফী সাধন ভক্তি গীতি -ভালবাসারই সুরেরে।।
তোমার জন্য কান্দে দেশ কালনী নদীরে।।(২)

ময়ূরপঙ্খি নাউ বাইয়া-গাঁও গেরামের মানুষ নিয়া (২)
সকল ধর্মের মানুষ নিয়া- গাও তুমি জারি-সারিরে।।
তোমার জন্য কান্দে দেশ কালনী নদীরে।।(২)

সরলাযোগ্য সহধর্মিণী – নুরজালাল চোখের মনি (২)
করিমের প্রাণের খণি- সুন্দর সুখী সংসাররে।।
তোমার জন্য কান্দে দেশ কালনী নদীরে।।(২)

ভাটি বাংলায় জন্ম নিয়া-গীতের আলো জ্বালাইয়া(২)
সরলা বৌদির প্রেরণা পাইয়া -মাত্ করলে দেশবাসিরে।।
তোমার জন্য কান্দে দেশ কালনী নদীরে।।(২)

মরন পারে অমর হলে- একুশের মালা তোমার গলে
সুনির্মল সেন কান্দে প্রাণে- কোথায় তুমি করিম ভাইরে।।
তোমার জন্য কান্দে দেশ কালনী নদীরে।। (২)

ভাটির শিল্পী করিম ভাইরে- রনেশ রুহি রহমান তোমার তরে(২)
দুই বাংলায় গীত গায়রে-করিম এখন বিশ্ব মানুষের মনেরে।।
তোমার জন্য কান্দে দেশ কালনী নদীরে।।(২)

(লেখক: কবি  ও সাংবাদিক)