ওসমানী নগর খাগদিওর থেকে আলামিন:
আফরুজুল হক আফরুজ। যিনি ওসমানী নগর উপজেলার দয়ামীর ইউনিয়ন পরিষদের একজন সদস্য এবং ওসমানী নগর উপেজলা আওয়ামীলীেগর একজন সম্মানিত সদস্য। তিনি ব্যাক্তি জীবনে একজন অভিজ্ঞ, সৎ এবং খুবই মহৎ একজন মানুষ আফরুজুল হক আফরুজ। বর্তমান প্রেক্ষাপটে তিনি একজন সফল এবং সার্থক জনপ্রতিনিধি কারন বর্তমান পরিস্থিতিতে তিনি তার সাধ্যমত সাহায্য সহযোগীতা করছেন তার ওয়ার্ডের নিম্ন আয়ের,এবং বিভিন্ন শ্রেনীপেশার শ্রমজীবি মানুষকে। আবার এসব জনপ্রতিনিধির মধ্যে অনেকেই আছেন যারা করোনাভাইরাস এর কারনে দেশের এই করুন পরিস্থিতিতে গরিব অসহায়কে সাহায্য না করে গরিবের হক সঠিক মত বন্টন না করে গরীবের হক মেরে বড় লোক হওয়ার সপ্ন দেখেন যার প্রমান আমরা বর্তমান সময়ের ঘরে বসেই অনলাইন মিডিয়ার মাধ্যমে দেখতে পারছি। তিনি তার তারুণের সময় নিজ গ্রামে তরুণদের নিয়ে খালিয়া সমাজ কল্যান সমিতি গঠন করেণ। এই সংগঠনের হাত ধরে এলাকাবাসীর সহযোগিতায় আজকের খালিয়া সমাজ কল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়। কিন্তু একমাত্র এই মানুষটিকে দেখেছি কিভাবে ওয়ার্ড এর সাধারন মানুষ ও গরীবকে সাহায্য সহযোগিতা করা যায়,কিভাবে এই মহা বিপদে মানুষের পাশে দাড়ানো যায়, এসব নিয়েই ভাবেন সারাক্ষণ। দেশে করোনা পরিস্থিতি সৃষ্টি হবার পর থেকেই তিনি তাহার নিজ গ্রাম ও নিজ ওয়ার্ড তথা আশপাশে দিনরাত পুরো এলাকা ঘুরে বেড়াচ্ছেন।যার শুধুমাত্র একটিই উদ্দেশ্য যে কীভাবে নিজ ওয়ারর্ডের মানুষকে সাহায্য করা যায়,যার ধরুন তিনি তার ওয়ার্ডের অসহায়,মধ্যবিত্ত,শ্রমজীবি এবং যারা আজকের এই পরিস্থিতিতে পরিস্থিতির শিকার এই মানুষগুলোর তালিকা করে পর্যায়ক্রমে সরকারী ত্রাণ সামগ্রী মানুষের কাছে পৌছে দিচ্ছেন এবং সরকারের পাশাপাশি তিনি তার ওয়ার্ডের বিভিন্ন প্রবাশী বিভিন্ন সামাজিক সংগটনের সহযোগিতার মাধ্যমে দেশের এই করুন পরিস্থিতিতে সাহায্য সহযোগীতা করে যাচ্ছেন,যেখানে প্রবাশীদের ভুমিকা অতুলনীয় । আফরুজুল হক আফরুজ একজন মহতপ্রাণ মানুষ হিসেবে ইতিমধ্যে এলাকায় প্রশংসিত হয়েছেন।
আল্লাহ সবাইকে হেফাজত করুন। আর আফরুজুল হক আফরোজকে আল্লাহ যেন দীর্ঘ হায়াত দান করেন এবং আরো বেশি বেশি করে সমাজে ভাল কাজ করার তৌফিক দেন।